ভারতের প্রথম সৌর মিশন ‘আদিত্য L1’ তার কক্ষপথের দিকে আরও একধাপ এগিয়ে গিয়েছে। ISRO-এর মহাকাশযান আদিত্য L1 সূর্যকে কাছ থেকে পরীক্ষা করার জন্য এবার ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে। এটি চতুর্থবারের মতো সফলভাবে পৃথিবীর কক্ষপথ থেকে এক কক্ষপথ, আবার সেই কক্ষপথ থেকে অন্য কক্ষপথে প্রবেশ করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স (X)’-এ এই তথ্য জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সংস্থাটি একটি পোস্টে লিখেছে, চতুর্থবারের মতো পৃথিবীর কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া (ইবিএন-4) সম্পন্ন হয়েছে। ISRO জানিয়েছে, মরিশাস, বেঙ্গালুরু, SDSC-SHAR এবং পোর্ট ব্লেয়ার এসব জায়গায় ISRO-এর ‘গ্রাউন্ড স্টেশন’ রয়েছে। আর সেখান থেকেই মহাকাশযানটিকে পর্যবেক্ষণ করেছে ইসরো। কক্ষপথ পরিবর্তনের পর পৃথিবী থেকে আদিত্য L1-এর সর্বনিম্ন দূরত্ব হয়েছে 256 কিলোমিটার এবং সর্বোচ্চ দূরত্ব হয়েছে 1 লাখ 21 হাজার 973 কিলোমিটার।
আবার কবে কক্ষপথ পরিবর্তন করবে?
আদিত্য L1-এর কক্ষপথ এর আগেও পরিবর্তন করা হয়েছে। 3, 5 ও 10 সেপ্টেম্বর একের পর এক মহাকাশযানের কক্ষপথ পরিবর্তন করা হয়। এই নিয়ে তা চারবার হল। ISRO জানিয়েছে যে, কক্ষপথ পরিবর্তনের পরবর্তী প্রক্রিয়াটি 19 সেপ্টেম্বর দুপুর 2টোয় করা হবে। আদিত্য L1 ভারতের প্রথম সৌরযান। এটি পৃথিবী থেকে প্রায় 15 লাখ কিলোমিটার দূরে সূর্য-পৃথিবীর প্রথম ল্যাগ্রাঞ্জিয়ান বিন্দু (L1) এর চারপাশ থেকে সূর্যকে অধ্যয়ন করবে। এই দূরত্বটি আপনার কাছে অনেক বড় মনে হলেও, এটি পৃথিবী এবং সূর্যের মধ্যে মোট দূরত্বের মাত্র 1 শতাংশ।
Aditya-L1 Mission:
The third Earth-bound maneuvre (EBN#3) is performed successfully from ISTRAC, Bengaluru.ISRO’s ground stations at Mauritius, Bengaluru, SDSC-SHAR and Port Blair tracked the satellite during this operation.
The new orbit attained is 296 km x 71767 km.… pic.twitter.com/r9a8xwQ4My
— ISRO (@isro) September 9, 2023
L1 বিন্দু পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে। এখান থেকে সবসময় সূর্যের দিকে নজর রাখা যায়। মিশনটি যখনই তার কাজ শুরু করবে, তখনই ইসরো রিয়েল টাইমে তার সব কার্যকলাপ জানতে পারবে। আদিত্য মহাকাশযান সঙ্গে করে নিয়ে গিয়েছে 7টি বৈজ্ঞানিক যন্ত্র। যন্ত্রের সাহায্যে সূর্যের বিভিন্ন অংশ অধ্যয়ন করা আরও সহজ হবে।
কবে রওনা দিয়েছে আদিত্য L-1?
আদিত্য L1 চলতি মাসের 2 সেপ্টেম্বর সূর্যের দিকে তার যাত্রা শুরু করে। এর লক্ষ্য হল. প্রথম সান-আর্থ ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টে (L1) পৌঁছানো। গন্তব্যে পৌঁছাতে যানটির সময় লাগবে প্রায় চার মাস। এই ল্যাগ্রেঞ্জ পয়েন্টটি পৃথিবী থেকে 1.5 মিলিয়ন অর্থাৎ 15 লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। আদিত্য L1-এ সাতটি পেলোড পাঠানো হয়েছে, যা সূর্যকে বিশদভাবে পরীক্ষা করবে। এই পেলোডগুলির মধ্যে চারটি সূর্যালোক অধ্যয়ন করবে। বাকি তিনটি সূর্যের প্লাজমা এবং চৌম্বকক্ষেত্র পরীক্ষা করে, সেই সব তথ্য পাঠাবে ইসরোকে।