NASA Astronaut Returned: মহাকাশে 371 দিন কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন 3 নভোচারী, কেমন কাটল এতদিন?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 28, 2023 | 4:15 PM

Frank Rubio Returns: মহাকাশ স্টেশনে এক বছরেরও বেশি সময় কাটিয়েছেন ফ্র্যাঙ্ক রুবিও। তাও আবার একটানা। মোট 371 দিন। মাধ্যকর্ষণ শক্তির সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। তিনি পৃথিবীর চারপাশে 5963 বার আবর্তন করেন। আর আগে কোনও মহাকাশচারী পৃথিবীর বাইরে এতদিন থাকেনি।

NASA Astronaut Returned: মহাকাশে 371 দিন কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন 3 নভোচারী, কেমন কাটল এতদিন?

Follow Us

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) 371 দিন কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন আমেরিকান নভোচারী ফ্রাঙ্ক রুবিও। তাদের Soyuz MS-23 ক্যাপসুল 27 সেপ্টেম্বর কাজাখস্তানের মরুভূমিতে নিরাপদে অবতরণ করে। তার সঙ্গে রাশিয়ান মহাকাশচারী সের্গেই প্রোকোপিয়েভ এবং দিমিত্রি পেটলিনও ফিরে এসেছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কুল্যান্ট ফুরিয়ে গিয়েছিল, তাই একটি সয়ুজ ক্যাপসুল ব্যবহার করা হয়েছিল।

পৃথিবীর বাইরে 371 দিন:

মহাকাশ স্টেশনে এক বছরেরও বেশি সময় কাটিয়েছেন ফ্র্যাঙ্ক রুবিও। তাও আবার একটানা। মোট 371 দিন। মাধ্যকর্ষণ শক্তির সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। তিনি পৃথিবীর চারপাশে 5963 বার আবর্তন করেন। আর আগে কোনও মহাকাশচারী পৃথিবীর বাইরে এতদিন থাকেনি। রুবিও এই প্রথম মহাকাশে টানা এতদিন কাটিয়ে রেকর্ড গড়েন। 371 দিন, মোটেই কম সময় নয়। মাটিতে পা পড়ছে না। পৃথিবীতে ফেরার পর থেকেই মাধ্যাকর্ষণ শক্তি যেন তার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে।

আগের রেকর্ড 355 দিনের:

এর আগে আমেরিকান নভোচারী মার্ক ভান্দে হেই 2022 সালে 355 দিন মহাকাশে থেকে রেকর্ড গড়েছিলেন। এবার সেই রেকর্ডকেই ভেঙে দিলেন ফ্রাঙ্ক রুবিও। মিশনটি 180 দিনের হওয়ার কথা ছিল। কিন্তু তার সময় গড়িয়ে 371 দিন হয়েছে। রুবিও মার্ক ভান্দে হেইয়ের চেয়ে মহাকাশে দুই সপ্তাহ বেশি কাটিয়েছেন। রুবিও এবং মহাকাশচারী সের্গেই প্রোকোপিয়েভ এবং দিমিত্রি পেটলিনকে পৃথিবীতে ফিরিয়ে আনা সয়ুজ ক্যাপসুলটিকে তাদের সাহায্যের জন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে পাঠানো হয়েছিল। আর তাতে করেই নেমে আসেন তিন মহাকাশচারী।

1990-এর দশকের মাঝামাঝি সময়ে 437 দিনের মহাকাশ ভ্রমণের বিশ্ব রেকর্ড রয়েছে রাশিয়ার ভ্যালেরি পলিয়াকভের দখলে। ফ্র্যাঙ্ক, প্রোকোপিয়েভ এবং পেটলিন মহাকাশ স্টেশনে 371 দিন থাকার রেকর্ডটি ধরে রেখেছেন। এটি মহাকাশে দীর্ঘতম থাকার তৃতীয় রেকর্ড।

Next Article