New Ocean In Earth: বসুন্ধরার বুকে নতুন মহাসাগরের খোঁজ, আদৌ কি বিশ্ববাসীর জন্য সুখবর?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 11, 2023 | 1:37 PM

Latest Science News: বিজ্ঞানীদের মতে, পৃথিবীতে একটি মাত্র মহাসাগর আছে। National Oceanic and Atmospheric Administration (NOAA)-এর মতে, সমস্ত সমুদ্র কোনও না কোনওভাবে যুক্ত। মানে সাগর একটাই। মহাসাগর অনেক বড় এলাকা জুড়ে বিস্তৃত, যা পৃথিবীর 71% জুড়ে রয়েছে।

New Ocean In Earth: বসুন্ধরার বুকে নতুন মহাসাগরের খোঁজ, আদৌ কি বিশ্ববাসীর জন্য সুখবর?

Follow Us

New Ocean: পৃথিবীতে প্রায় প্রতিদিনই কোনও না কোনও জায়গা আবিষ্কার করছেন বিজ্ঞানীরা। কখনও নতুন কোনও জায়গার খোঁজ দিচ্ছেন, আবার কখনও নতুন মহাসাগর আবিষ্কার করে ফেলছেন। শুনেই চমকে উঠলেন তো? ভাবছেন নতুন মহাসাগরের খোঁজ পাওয়া গেল? পৃথিবীতে জলের পরিমাণ বেশি থাকায় জমি কম। 70 শতাংশ এলাকা জল দ্বারা আবৃত। এই জলের 96.5 শতাংশই সমুদ্র। কিন্তু পৃথিবীতে কতগুলি সমুদ্র বা কতগুলি মহাসাগর রয়েছে, তা নিয়ে কখনই একমত প্রকাশ করতে পারেননি বিজ্ঞানীরা।

কেন এই মতের অমিল?

বিজ্ঞানীদের মতে, পৃথিবীতে একটি মাত্র মহাসাগর আছে। National Oceanic and Atmospheric Administration (NOAA)-এর মতে, সমস্ত সমুদ্র কোনও না কোনওভাবে যুক্ত। মানে সাগর একটাই। মহাসাগর অনেক বড় এলাকা জুড়ে বিস্তৃত, যা পৃথিবীর 71% জুড়ে রয়েছে। এই বিস্তৃত অঞ্চলের আয়তন প্রায় 361 মিলিয়ন বর্গ কিলোমিটার। তবে প্রথম থেকেই পৃথিবীতে পাঁচটি মহাসাগরের গণনা করা হয়। এগুলি হল প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আর্কটিক মহাসাগর, ভারত মহাসাগর এবং অ্যান্টার্কটিক মহাসাগর। ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি অ্যান্টার্কটিকার আশেপাশের হিমশীতল জলের মধ্যে একটি দক্ষিণ মহাসাগরের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। ফলে সেই বিতর্ক আরও বেড়ে গিয়েছে।

নতুন মহাসাগরের খোঁজ কী পৃথিবীর জন্য ভাল সংকেত?

আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন, যা 98টি সদস্য সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। তাদের মতে, দক্ষিণ মহাসাগর নিয়ে এখনও গবেষণা চলছে। বিজ্ঞানীদের মতে, মহাসাগরের সংখ্যা যত বাড়বে, ততই বৃষ্টির পরিমাণ বাড়বে। ফলে তা জায়গা বিশেষে ভাল বা খারাপ প্রভাব ফেলতে পারে। জলবায়ুর ক্ষেত্রেও ভাল প্রভাব দেখা যাবে। অর্থাৎ নতুন মহাসাগরের খোঁজ পৃথিবীর জন্য খুব একটা খারাপ সংকেত নয়। তবে বর্তমানে যে হারে পৃথিবীর উপর অত্যাচার চলছে, তাতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে। এভাবে জলস্তর বৃদ্ধি পেতে থাকলে, আর মাত্র কয়েক বছরে বিরাট বিপর্যয় দেখা যাবে। সেই দিক থেকে বিচার করলে নতুন মহাসাগরের হদিশ পাওয়া পৃথিবীর জন্য একাবারেই ভাল সংকেত নয়।

Next Article