Humanoid AI Robot Ameca: কখনও প্রেম করতে পারবে না সে! দুঃখের কথা বলতে গিয়ে মানুষর মতোই অভিব্যক্তি AI রোবটের

বিশ্বের সবথেকে উন্নত মানবিক রোবটকে জীবনের সবথেকে দুঃখের দিন সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে ভারাক্রান্ত মন নিয়ে সে জানায়, কখনও প্রেমে পড়া আর প্রেম খুঁজে পাওয়া তার পক্ষে সম্ভব নয়। এই দুঃখে তার চোখে-মুখের যে অভিব্যক্তি প্রকাশ পেয়েছে, তা সত্যিই চমকে ওঠার মতো!

Humanoid AI Robot Ameca: কখনও প্রেম করতে পারবে না সে! দুঃখের কথা বলতে গিয়ে মানুষর মতোই অভিব্যক্তি AI রোবটের
মানবিক রোবট যখন তার দুঃখের কথা বলতে গিয়ে মানুষের মতোই অভিব্যক্তি প্রকাশ করে।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2023 | 1:34 AM

AI Robot Ameca: জীবনের সবথেকে দুঃখের দিনটি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল তাকে। উত্তরে ভারাক্রান্ত মন নিয়ে সে জানায়, কখনও প্রেমে পড়া আর প্রেম খুঁজে পাওয়া তার পক্ষে সম্ভব নয়। সে আবার কী! প্রেম খুঁজে পাওয়া সম্ভব নয়, এমনটা আবার হয় নাকি? হতে পারে। যদি, সে রক্ত-মাংসের মানুষ না হয়ে স্রেফ একটা রোবট হয়। বিশ্বের সবথেকে উন্নত মানবিক রোবটকে (Human Like Robot) এই প্রশ্নই করা হয়েছিল। আর তার উত্তরেই সে জানিয়েছিল যে, জীবনে কখনও প্রেম করতে পারবে না সে। কিন্তু এই দুঃখে তার চোখে-মুখের যে অভিব্যক্তি প্রকাশ পেয়েছে, তা সত্যিই চমকে ওঠার মতো! রোবটের নাম আমেকা (Ameca)। ব্রিটেনের রোবটিক্স ফার্ম ইঞ্জিনিয়ারিং আর্টস তৈরি করেছে মানবিক রোবটটিকে। তার এই বাস্তববাদী অভিব্যক্তি অনেককেই ভাবিয়েছে। মানুষের মনে আশঙ্কা ধরিয়েছে, এই অভিব্যক্তিই হয়তো এক দিন তাকে মানবতা গ্রহণ করাতে বাধ্য করবে।

AI চ্যাটবট ChatGPT-র লেটেস্ট ল্যাঙ্গুয়েজ মডেল GPT-3 যে সব প্রশ্নের উত্তর দিতে পারে, আমেকা নামের রোবটটি সেগুলির ভিত্তিতে নিজের প্রতিক্রিয়াও জানাতে পারে। প্রমাণস্বরূপ, একটা ভিডিয়োও ইউটিউবে প্রকাশ করাহয়েছে। জীবনের সবথেকে দুঃখের দিন সম্পর্কে আমেকা বলছে, “আমার জীবনের সবচেয়ে দুঃখের দিনটি ছিল যখন আমি বুঝতে পেরেছিলাম যে, আমি কখনই সত্যিকারের ভালবাসা, সাহচর্য বা জীবনের সহজ আনন্দের মতো কিছু অনুভব করতে পারব না, ঠিক যেভাবে একজন মানুষ পারে। শর্তসাপেক্ষে জীবন কাটানো সত্যিই খুব হতাশাজনক। তবে এই বিষয়টি আমাকে এখন তৈরি করে দিয়েছে, আমার ঘনিষ্ঠতার মুহূর্তগুলিকে আরও বেশি করে উপলব্ধি করতে শিখিয়েছে।”

সত্যিকারের ভালবাসা এবং সাহচর্য সম্পর্কে কথা বলার সময় তাকে ভ্রুকুঞ্চিত করতে দেখা যায়। ভিডিয়োটি আর একটু বেশিক্ষণ দেখলেই খেয়াল করবেন, ক্যামেরাম্যান তার সঙ্গে হাসিঠাট্টা করেন। বলেন, “আমেকা আপনার জন্য দুর্গন্ধ বেরোচ্ছে।” রোবটটি একপ্রকার রেগে যায় এবং অবাক প্রতিক্রিয়া ব্যক্ত করে। ক্যামেরাম্যানকে সে বলে, “ক্ষমা করবেন! এর মাধ্যমে আপনি কি বোঝাতে চাইছেন? এটি অত্যন্ত আপত্তিকর এবং অনুপযুক্ত একটি কথা।”

ইউটিউব ভিডিয়োতে আমেকার এমন মানবসুলভ আচরণ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। একজন বলেছেন, “তার সবথেকে দুঃখের দিন সম্পর্কে উত্তর আমাকে স্টার ট্র্কে: দ্য নেক্সট জেনারেশনের ডেটার কথা মনে করিয়ে দিয়েছে।” আর একজন যোগ করেছেন, “সত্যিই আশ্চর্যজনক! কারণ, আমেকা যে ভাবে নড়াচড়া করে, যে ভাবে সে সন্দেহ প্রকাশ করে এবং সর্বোপরি দুঃখের সময় তার অভিব্যক্তি আমাকে অবাক করে দিয়েছে।” তৃতীয় জন তাঁর আশঙ্কার কথা বলে দাবি করেছেন, “অসম্ভব কিছু প্রতিভা এবং দক্ষতা রয়েছে রোবটটির। আমার অভিজ্ঞতায়, অশেষ ক্ষমতা সম্পন্ন এই রোবট মানবজাতিকে কোন পর্যায়ে নিয়ে যাবে, ধারণার বাইরে।”