AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Spam Emails Block: Gmail-এ স্প্যাম ইমেলের জেরে অতিষ্ঠ? সহজ এই কৌশলে ব্লক করুন, আর কেউ বিরক্ত করবে না

Spam Emails Block Tips: আপনার ইমেলের অধিকাংশ স্টোরেজই স্প্যাম ইমেলের জন্য় ভর্তি হয়ে থাকে। এতে দরকারী মেলগুলি আর আসতে পারে না। তাই স্প্যাম এবং ফিশিং ইমেলগুলি ব্লক করা বা ডিলিট করা জরুরী।

Spam Emails Block: Gmail-এ স্প্যাম ইমেলের জেরে অতিষ্ঠ? সহজ এই কৌশলে ব্লক করুন, আর কেউ বিরক্ত করবে না
| Edited By: | Updated on: Mar 17, 2023 | 1:41 PM
Share

Repost Spam Emails: Gmail বিশ্বব্যাপী সর্বাধিক ব্যবহৃত ইমেল পরিষেবাগুলির মধ্যে একটি। আর সেখানে প্রতিদিন অনেক ইমেল আসতে থাকে। কিন্তু তারমধ্য়েও কয়েকটি ইমেল থাকে যগুলি স্প্যাম। কখনও কখনও আপনি সেই সব স্প্যাম ইমেল চিনতে পারেন না, আবার কখনও চিনতে পেরেও কি করে ব্লক করবেন তা বুঝে উঠতে পারেন না। আর ততক্ষণে আপনার ডিভাইসের সমস্ত তথ্য় স্ক্য়ামারদের কাছে পৌঁছে যায়। আপনার মনে হতে পারে, ইমেলে এমন একটি ফিচার আছে, যেখানে আপনার ইনবক্স স্প্যাম হওয়া থেকে আটকায়। কিন্তু এই ফিচার থাকা সত্বেও লক্ষ করে দেখেবেন আপনার ইনবক্সে অনেক স্প্যাম ইমেল আসতেই থাকে। ফলে আপনার ইমেলের অধিকাংশ স্টোরেজই স্প্যাম ইমেলের জন্য় ভর্তি হয়ে থাকে। এতে দরকারি মেলগুলি আর আসতে পারে না। তাই স্প্যাম এবং ফিশিং ইমেলগুলি ব্লক করা বা ডিলিট করা জরুরি।

এই ধরনের পরিস্থিতিতে, Gmail-এর একটি পদ্ধতি রয়েছে যা ব্যবহার করে আপনি স্প্যাম এবং ফিশিং ইমেলগুলি রিপোর্ট করতে পারবেন। আপনি যখন স্প্যাম রিপোর্ট করবেন, তখন Google ইমেলের একটি কপি পাবে এবং ভবিষ্যতে অন্য ব্যবহারকারীদের কাছে যাতে সেই অ্য়াকাউন্ট থেকে কোনও স্প্যাম মেল না যায়, সেই ব্য়বস্থাও করবে।

দেখে নিন কীভাবে ডেস্কটপে জিমেইলে স্প্যাম এবং ফিশিং ইমেলগুলি রিপোর্ট করবেন:

প্রথমে আপনার কম্পিউটারে Gmail খুলুন।

তারপরে আপনি যে ইমেল অ্য়াকাউন্টটি ব্লক করতে চান তার ইমেলটি খুলুন।

তারপর উপরের ডানদিকে তিনটি বিন্দুতে ক্লিক করুন।

সবশেষে Block এ ক্লিক করুন।

অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে জিমেলে স্প্যাম ইমেল কীভাবে ব্লক করবেন?

আপনার Android ফোন বা ট্যাবলেটে Gmail অ্যাপ খুলুন।

তারপরে আপনি যাকে ব্লক করতে চান তার ইমেলটি খুলুন।

তারপর উপরের ডানদিকে তিনটি বিন্দুতে ক্লিক করুন।

তারপর Block (Sender) এ ক্লিক করুন।

আইওএস-এ স্প্যাম ইমেল কীভাবে ব্লক করবেন?

প্রথমে আপনার ফোনে Gmail অ্যাপটি খুলুন।

তারপরে আপনি যাকে ব্লক করতে চান তার ইমেলটি খুলুন।

তারপর উপরের ডানদিকে তিনটি বিন্দুতে ক্লিক করুন।

সবশেষে Block (Sender) এ ক্লিক করুন।