Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vivo V25 Pro 5G স্মার্টফোনে প্রায় 5000 টাকার ডিসকাউন্ট, পাবেন এই অ্যাপে

Vivo V25 Pro 5G Offers: Vivo V25 Pro 5G হল এমনই একটি স্মার্টফোন, যার ফিচার দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। ফোনটির সবচেয়ে বড় ফিচার হল এতে কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এমনকি তা সত্ত্বেও এর দাম খুব একটা বেশি নয়। তারউপরে অনেক ছাড় পাওয়া যাচ্ছে। দেখে নেওয়া যাক এই ফোনে আপনি কী কী অফার পাচ্ছেন।

Vivo V25 Pro 5G স্মার্টফোনে প্রায় 5000 টাকার ডিসকাউন্ট, পাবেন এই অ্যাপে
Follow Us:
| Updated on: Feb 11, 2024 | 6:00 PM

ভ্য়ালেন্টাইন্স উইক চলছে। আর কয়েকদিন পরেই ভ্য়ালেন্টাইন্স ডে। ফলে যদি কাছের মানুষকে স্মার্টফোন গিফট করার প্ল্যান করেন, তাহলে এর থেকে ভাল সুযোগ পাবেন না। কারণ Vivo স্মার্টফোনের উপর প্রচুর ছাড় পাওয়া যাচ্ছে। Vivo V25 Pro 5G হল এমনই একটি স্মার্টফোন, যার ফিচার দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। ফোনটির সবচেয়ে বড় ফিচার হল এতে কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এমনকি তা সত্ত্বেও এর দাম খুব একটা বেশি নয়। তারউপরে অনেক ছাড় পাওয়া যাচ্ছে। দেখে নেওয়া যাক এই ফোনে আপনি কী কী অফার পাচ্ছেন।

Vivo V25 Pro 5G-এর দাম ও অফার:

আপনি Flipkart থেকে Vivo V25 Pro 5G কিনতেই পারেন। এই ফোনের আসল দাম হল 39,999 টাকা। এই দামে আপনি 128GB + 8GB RAM পাবেন। তবে আপনাকে ফোনটি কিনতে এত বেশি টাকা খরচ করতে হবে না। কারণ এতে 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আর তারপরে ফোনের দাম হচ্ছে 35,999 টাকা। এছাড়াও, আপনি এতে আরও অনেক ব্যাঙ্ক অফার পাচ্ছেন। আপনি যদি OneCard ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে আপনি সরাসরি 750 টাকা ছাড় পাবেন। Flipkart Axis Bank কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আপনি 5% ক্যাশব্যাক পেয়ে যাবেন।

আর কী কী অফার আছে?

কোম্পানিটি Vivo V25 Pro 5G-এর উপর 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে এবং ফোনের সঙ্গে আসা আনুষাঙ্গিকগুলিতে 6 মাসের আলাদা ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে। তবে এখনই এতে কোনও এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে না। এক্সচেঞ্জ অফার থাকলে ফোনের দাম অবশ্যই অনেকটা কমতো।

ফিচারের দিকে নজর দিন…

এটিতে 8GB RAM এবং 128GB স্টোরেজ পেয়ে যাবেন। 6.56 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 3D কার্ভ। ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট রয়েছে। ফলে টাচ-এ কোনও রকম সমস্যা হবে না বলেই দাবি কোম্পানির। মিডিয়াটেক ডাইমেনসিটি 1300 প্রসেসরের কারণে ফোনে অনেকগুলি কাজ একসঙ্গে করতে পারবেন। 4830 mAh লিথিয়াম ব্যাটারির কারণে, আপনি ভাল ব্যাটারি ব্যাকআপও পাবেন।