AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুধু QR Code স্ক্যান, ব্যস! তাহলেই পুরনো ফোন থেকে নতুন WhatsApp চ্যাট ট্রান্সফার

এখন QR Code স্ক্যান করলেই আপনি পুরনো ফোন থেকে নতুন ফোনে WhatsApp Chat History ট্রান্সফার করতে পারবেন। তা সে iOS হোক বা Android, সবরকমের ফোনের ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করার এই সহজতর প্রক্রিয়াটি কাজে আসবে।

শুধু QR Code স্ক্যান, ব্যস! তাহলেই পুরনো ফোন থেকে নতুন WhatsApp চ্যাট ট্রান্সফার
বছরের পর বছর পুরনো হোয়াটসঅ্যাপ চ্যাট স্থানান্তর এবার জাস্ট একটা QR Code স্ক্যান করেই।
| Edited By: | Updated on: Jul 03, 2023 | 11:55 AM
Share

WhatsApp Latest Feature: ফোন বদলানোর পর WhatsApp চ্যাট ট্রান্সফারের প্রক্রিয়াটি এখন আরও সহজ হয়ে গেল। সেই শুরুর সময় থেকে এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপের সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার। এখন QR Code স্ক্যান করলেই আপনি পুরনো ফোন থেকে নতুন ফোনে WhatsApp Chat History ট্রান্সফার করতে পারবেন। তা সে iOS হোক বা Android, সবরকমের ফোনের ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করার এই সহজতর প্রক্রিয়াটি কাজে আসবে।

এই নতুন পদ্ধতিতে চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করতে পুরনো এবং নতুন দুটো ফোনরেই পাওয়ার অন করে একই ওয়াই-ফাই নেটওয়ার্কে কানেক্ট করা হবে। পুরনো ফোনে ইউজারদের নেভিগেট করে WhatsApp Settings-এ যেতে হবে, চ্যাট সিলেক্ট করতে হবে এবং তারপরে চ্যাট ট্রান্সফার অপশনটি বেছে নিতে হবে। তার ফলেই একটি অনন্য QR Code জেনারেট করা যাবে এবং ট্রান্সফারের প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য নতুন ফোন থেকে স্ক্যান করতে হবে।

এর আগে সহজে WhatsApp চ্যাট হিস্ট্রি ট্রান্সফারের জন্য একাধিক থার্ড-পার্টি অ্যাপের সাহায্য নিতে হত। কিন্তু তাতে গ্রাহকের চ্যাটের নিরাপত্তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। তবে এই নতুন প্রক্রিয়ায় গ্রাহকের চ্যাটে নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। একটি লোকাল নেটওয়ার্কের মাধ্যমে দুটি ডিভাইসের মধ্যে এনক্রিপ্টেড ডেটা শেয়ার করা হবে, যা ব্যবহারকারীদের নিরাপদ এবং অত্যন্ত গোপন মাইগ্রেশন অভিজ্ঞতা দিতে পারবে। ডেটা ট্রান্সফারের এই কাজের জন্য আগে হোয়াটসঅ্যাপকে ক্লাউড ব্যাকআপের উপরে নির্ভর করতে হত। তবে সেক্ষেত্রে দুটো ফোনের OS তথা অপারেটিং সিস্টেম একই হতে হবে।

অন্য দিকে WhatsApp ইতিমধ্যেই iOS এবং Android ডিভাইসের মধ্যে মাইগ্রেশন সাপোর্ট করে। চ্যাট ট্রান্সফারের যে প্রক্রিয়াটি ইতিমধ্যেই রয়েছে, তা একটু জটিল। তবে এই QR Code স্ক্যানিংয়ের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি ট্রান্সফার খুবই সহজ হতে চলেছে। এই চ্যাট হিস্ট্রি ট্রান্সফারের পাশাপাশি হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের একটি মাল্টি-ডিভাইস ফাংশনালিটিও অফার করে। এর মাধ্যমে একটাই ফোন নম্বর থেকে একাধিক ডিভাইসে মেসেজ সিঙ্ক করা যেতে পারে।

QR Code ভিত্তিক চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করার এই নতুন প্রক্রিয়াটি ক্রস-ডিভাইস ফাংশনালিটি আগের তুলনায় আরও পরিণত করতে চলেছে। নতুন এই চ্যাট হিস্ট্রি ট্রান্সফারের প্রক্রিয়াটি আরও সহজ হওয়ার ফলে যে গ্রাহকের অভিজ্ঞতা আরও চমৎকার হতে চলেছে, সেই বিষয়টি আরও একবার পরিষ্কার করে দিল WhatsApp।