Dhupguri Indian Rock Python Rescue: ১১ ফুট পাইথন

Dhupguri Indian Rock Python Rescue: ১১ ফুট পাইথন

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 29, 2023 | 5:44 PM

জলঢাকা সংলগ্ন লাল স্কুল এলাকায় ধানের ক্ষেত থেকে উদ্ধার হলো প্রায় ১১ ফিট লম্বা পাইথন। ছাড়া হলো গয়েরকাটার মোরাঘাট জঙ্গলে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। এটি ইন্ডিয়ান রক পাইথন বলেই জানিয়েছে পরিবেশ প্রেমীরা। পাইথন উদ্ধারের পড় আতঙ্ক মুক্ত হয় গ্রামবাসীরা। প্রায় ১ ঘন্টার চেষ্টায় জাল কেটে সেটিকে উদ্ধার করা সম্ভব হয়।

জলঢাকা সংলগ্ন লাল স্কুল এলাকায় ধানের ক্ষেত থেকে উদ্ধার হলো প্রায় ১১ ফিট লম্বা পাইথন। ছাড়া হলো গয়েরকাটার মোরাঘাট জঙ্গলে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। এদিন সকালে গ্রামবাসীরাই ধানের ক্ষেতে গেলে প্রথমে পাইথনটিকে দেখতে পায়। জালের মধ্যে আটকে রয়েছে সাপটি। খবর দেওয়া হয় বন কর্মীদের। হাতি তাড়াতে যাওয়ার কারণে বন কর্মীরা আসতে পারেন না। তাই খবর দেওয়া হয় পরিবেশ প্রেমীদের। এরপর পরিবেশ প্রেমীরা গিয়ে সেই পাইথনটি কে উদ্ধার করে। এটি ইন্ডিয়ান রক পাইথন বলেই জানিয়েছে পরিবেশ প্রেমীরা। পাইথন উদ্ধারের পড় আতঙ্ক মুক্ত হয় গ্রামবাসীরা। প্রায় ১ ঘন্টার চেষ্টায় জাল কেটে সেটিকে উদ্ধার করা সম্ভব হয়। এদিকে সাপটিকে দেখতে প্রচুর মানুষের ভিড় জমে যায়। উদ্ধারের পড় সেটিকে গয়েরকাটার মোরাঘাট জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।