New Satellites Of Jupiter: বড় রহস্যভেদ মহাকাশে
২০২৩ ফেব্রুয়ারিতে মহাকাশ বিজ্ঞানীরা বৃহস্পতির ১২টি নতুন উপগ্রহ খুঁজে পান। এতে বৃহস্পতির উপগ্রহ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৫। এতদিন সৌরজগতে শনির উপগ্রহের সংখ্যা ছিল সর্বাধিক। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়ে দেন বর্তমানে শনির সেই উপগ্রহ সংখ্যা ৮৩কে টপকে গেল বৃহস্পতি।
২০২৩ ফেব্রুয়ারিতে মহাকাশ বিজ্ঞানীরা বৃহস্পতির ১২টি নতুন উপগ্রহ খুঁজে পান। এতে বৃহস্পতির উপগ্রহ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৫। এতদিন সৌরজগতে শনির উপগ্রহের সংখ্যা ছিল সর্বাধিক। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়ে দেন বর্তমানে শনির সেই উপগ্রহ সংখ্যা ৮৩কে টপকে গেল বৃহস্পতি। সম্প্রতি শনির চারপাশে ৬২টি নতুন উপগ্রহের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। শক্তিশালী টেলিস্কোপে ধরাও পড়েছে সেই উপগ্রহের উপস্থিতি। আর এর ফলে আবার বৃহস্পতির তুলনায় উপগ্রেহের সংখ্যা বাড়ল শনির। শনির চাঁদের নতুন সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৫। এই তথ্য দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। বৃহস্পতির প্রায় দেড় গুণ উপগ্রহ শনির, মত জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক ড. ব্রেট গ্ল্যাডম্যানের। নতুন উপগ্রহের খোঁজে ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দলে তিনিও ছিলেন। এখনও নামকরণ করা হয়নি নতুন উপগ্রহগুলির। কানাডার ইনুইট দেবতাদের নামে নামকরণ হবে উপগ্রহদের। ২০১৯ থেকে ২০২৩ এর মধ্যে অতি শক্তিশালী টেলিস্কোপের ব্যবহারে এই উপগ্রহ আবিষ্কৃত হয়। বিজ্ঞানীদের মত ভবিষ্যতে হয়ত আরও অনেক উপগ্রহ আবিষ্কৃত হবে। শেষ কয়েক দশক ধরেই সৌরজগতের গ্রহগুলির উপগ্রহের সংখ্যা বাড়ছে।