Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

25 candidates in one seat: ফালাকাটা পঞ্চায়েত সমিতির একই আসনে ২৫ প্রার্থী!

এবার পঞ্চায়েত নির্বাচনে আলিপুরদুয়ারের ফালাকাটা পঞ্চায়েত সমিতির একই আসনে ২৫ জন প্রার্থী। তার মধ্যে নির্দল প্রতীকে ২২ শিক্ষক, এদের মধ্যে একই পরিবারের সাতজন। বাকী ৩ জন রাজনৈতিক দলের।

| Edited By: | Updated on: Jul 05, 2023 | 3:41 PM
25 candidates in one seat: ফালাকাটা পঞ্চায়েত সমিতির একই আসনে ২৫ প্রার্থী!

1 / 5
বিমানটি প্রাথমিকভাবে নিজের নির্ধারিত সময় দুপুর ২ টোর সময়ই উড়ে গিয়েছিল বলে খবর। কিন্তু ফিরে এসে তার পরবর্তীর যাত্রার সময় নির্ধারণ করা হয় বিকেল ৫ টা বেজে ১২ মিনিটে। যদিও সেই বিমানটিকে আর ব্যবহার করা হয়নি। সূত্রের খবর, বিমানটি বদল করে অন্য একটি বিমানের মাধ্যমে এরপর বাকিদের লন্ডন পাঠানো হয়।

বিমানটি প্রাথমিকভাবে নিজের নির্ধারিত সময় দুপুর ২ টোর সময়ই উড়ে গিয়েছিল বলে খবর। কিন্তু ফিরে এসে তার পরবর্তীর যাত্রার সময় নির্ধারণ করা হয় বিকেল ৫ টা বেজে ১২ মিনিটে। যদিও সেই বিমানটিকে আর ব্যবহার করা হয়নি। সূত্রের খবর, বিমানটি বদল করে অন্য একটি বিমানের মাধ্যমে এরপর বাকিদের লন্ডন পাঠানো হয়।

2 / 5
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

3 / 5
25 candidates in one seat: ফালাকাটা পঞ্চায়েত সমিতির একই আসনে ২৫ প্রার্থী!

4 / 5
25 candidates in one seat: ফালাকাটা পঞ্চায়েত সমিতির একই আসনে ২৫ প্রার্থী!

5 / 5
Follow Us: