Bankura News: ফের সিভিক পুলিশের দাদাগিরি
ফের এক সিভিক কর্মীর দাদাগিরির সাক্ষী থাকল বাঁকুড়ার বিষ্ণুপুর থানার জয়কৃষ্ণপুর এলাকা । সামান্য বচসার জেরে এক ব্যাক্তিকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে ওই এলাকারই এক সিভিক কর্মীর বিরুদ্ধে। ঘটনায় গুরুত আহত ব্যাক্তি আপাতত চিকিৎসাধীন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
ফের এক সিভিক কর্মীর দাদাগিরির সাক্ষী থাকল বাঁকুড়ার বিষ্ণুপুর থানার জয়কৃষ্ণপুর এলাকা । সামান্য বচসার জেরে এক ব্যাক্তিকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে ওই এলাকারই এক সিভিক কর্মীর বিরুদ্ধে। ঘটনায় গুরুত আহত ব্যাক্তি আপাতত চিকিৎসাধীন বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযুক্ত সিভিক কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে আহত ব্যক্তির পরিবারের তরফে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার জয়কৃষ্ণপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন স্থানীয় বাসিন্দা শিবু বাগদী। অভিযোগ সুব্রত নন্দী তাঁর পরিচয় জিজ্ঞাসা করার নামে দুর্ব্যাবহার করলে দুজনের মধ্যে হালকা বচসা হয়। অভিযোগ সেই সময় শিবু বাগদীকে বেধড়ক মারধর করে সিভিক কর্মী সুব্রত নন্দী । বৃহঃস্পতিবার আহত অবস্থায় দিনভর রাধানগর পুলিশ ফাঁড়ি আর বিষ্ণুপুর থানার দারস্থ হয়ে আহত শিবু বাগদী অভিযুক্ত সিভিক সহ তাঁর সাথে থাকা অপর দুজনের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন ।
বৃহঃস্পতিবার আহত শিবু বাগদীকে ভর্তি করা হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। তার মাথায় ও মুখে চোট রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অভিযুক্ত সিভিক সহ এই মারধরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন অভিযোগকারী শিবূ ও শিবুর পরিবারের লোকজন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত সিভিক কর্মীর যদি এই ঘটনায় যোগ থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাঁকুড়ার পুলিশ সুপার।