Chinsurah Accident News: হোর্ডিং ভেঙে পড়ল চলমান গাড়িতে, তারপর...

Chinsurah Accident News: হোর্ডিং ভেঙে পড়ল চলমান গাড়িতে, তারপর…

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 09, 2023 | 6:43 PM

চুঁচুড়া সুকান্ত নগর অনুকুল চন্দ্র স্কুলের সামনে জিটি রোডের উপর মোনোপোল হোডিং গেট তৈরীর কাজ চলছি।বড় লোহার খাঁচা উপরে তোলা হচ্ছিল হাইড্রা মেশিনের কপিকল দিয়ে। হঠাৎ লোহার রোপ ছিঁড়ে পরে।তখন জিটি রোড ব্যস্ত।সামনেই একটি বেসরকারী ইংরেজি মাধ্যম ও একটি সরকারি স্কুল।

চুঁচুড়া সুকান্ত নগর অনুকুল চন্দ্র স্কুলের সামনে জিটি রোডের উপর মোনোপোল হোডিং গেট তৈরীর কাজ চলছি।বড় লোহার খাঁচা উপরে তোলা হচ্ছিল হাইড্রা মেশিনের কপিকল দিয়ে। হঠাৎ লোহার রোপ ছিঁড়ে পরে।তখন জিটি রোড ব্যস্ত।সামনেই একটি বেসরকারী ইংরেজি মাধ্যম ও একটি সরকারি স্কুল।সেখানে যাওয়ায় পুলকার রাস্তায় অন্যান্য গাড়ির ভীর।কোনো নিরাপত্তা ছাড়াই কাজ চলছিল।

ব্যান্ডেল থেকে একটি ছোট চার চাকা গাড়ি কলকাতার উদ্যেশ্যে যাচ্ছিল।সেই গাড়ির উপর ভেঙে পরে লোহার খাঁচা।সংস্থার দুই কর্মি উপর থেকে নীচে পরে আহত হন।গাড়ি চালক ও আরোহী অল্পের জন্য রক্ষা পান।গাড়ির আরোহী অনুরাতি সিং গেহলত বলেন,গাড়ি চলছিল হঠাৎ উপর থেকে ভেঙে পড়ল লোহার খাঁচা।কপাল ভালো বেঁচে গেলাম।কোনো সেফটি সিকিউরিটি ছিল না যারা কাজ করছিল তাদের।ঘটনার খবর পেয়ে পুলিশ হাজির হয়।আহত দু জনকে ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয়।

রাস্তায় বেশ কিছুক্ষনের জন্য যান চলাচলে সমস্যা হয়।চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ গিয়ে রাস্তায় যান চলাচল শুরু করান। শিয়ালদার একটি ঠিকাদারী সংস্থা এই হোডিং গেট তৈরী করছিল বলে জানা গেছে।রাস্তা চালু থাকা অবস্থায় কাজ হবে তা ট্রাফিককে জানানো হয়নি বলে দাবী পুলিশের।কেন সকালের ব্যস্ত সময়ে কাজ চলছিল, কেন কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা ছিল না,কেনই বা ট্রাফিক পুলিশকে জানানো হয়নি তার খোঁজ নিচ্ছে পুলিশ।।