Shiv Temple Kolkata: শিব মন্দিরের সংস্কারে হিন্দু-মুসলমান সৌভ্রাতৃত্ব, উজ্জ্বলতম ছবি কলকাতায়
কেউ বেতন থেকে, কেউ আবার ব্যবসার টাকা থেকেও মন্দির সংস্কারের জন্য অর্থ সাহায্য করেছেন
কলকাতা: সর্বধর্ম সমন্বয়ের শ্রেষ্ঠ ছবি, গোটা দেশের কাছে দৃষ্টান্ত রাখল কলকাতা। টালার কাছে ইন্দ্র বিশ্বাস রোডে ৫৫ বছরের শিব মন্দির সংস্কার করল এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। মন্দির সংস্কারের জন্য প্রয়োজন ছিল ৩০ লক্ষ টাকা। শুরু হয় বাড়ি বাড়ি গিয়ে অনুদান সংগ্রহের কাজ। সক্রিয় ভূমিকা নেন আফতাব, ফিরোজ, বিনয়রা। সাড়াও মেলে অভূতপূর্ব। উদ্যোগীদের মধ্যে কেউ বেতন থেকে, কেউ আবার ব্যবসার টাকা থেকেও মন্দির সংস্কারের জন্য অর্থ সাহায্য করেছেন।
আফতাব হোসেন যেমন বলছেন, “৫৪ বছর আগে বাবা, কাকারা করে গিয়েছেন। মন্দিরটা অনেক পুরনো। সিনিয়রদের সঙ্গে কথা বলে ঠিক হল মন্দিরের পুনঃসংস্কার প্রয়োজন।” আর তারপরই মন্দির সংস্কারের কাজে হাত দেওয়া হয়। এলাকার হিন্দুরা তো বটেই, সৌহার্দ্যের উজ্জ্বলতম উদাহরণ রেখে সংস্কারে সাহায্য করেছেন মুসলিম ধর্মাবলম্বীরাও। মন্দির কমিটির সদস্য সৌরভের কথাও, “আমাদের এখানে শুরু থেকেই সবাই মিলেমিশেই থাকে। মন্দিরকে কেন্দ্র করেই সৌভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছে।”