Sun Spot: সূর্যের কলঙ্ক বাড়াচ্ছে ভয়

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 15, 2023 | 12:11 PM

SunSpot Information: এই চৌম্বকীয় ক্ষেত্রের যত প্রভাব বাড়বে, তত সমস্যা বাড়তে পারে। নাসার দাবি, সূর্যের গায়ে দাগের সংখ্যা বাড়লে, হতে পারে বিস্ফোরণ।

Follow Us

সূর্যের গায়ে দাগ ক্রমশ বেড়ে যাচ্ছে। এই বছরের জুন মাসে সূর্যের গায়ে সব থেকে বেশি দাগ দেখা গেছে । সূর্যের গায়ের এই দাগ নিয়ে NOAA-এ তথ্য প্রকাশ হয়েছে। সেখানে দেখা গেছে, ১৬৩ টি দাগ আছে সূর্যের গায়ে। এই বছরে সূর্যের গায়ে দাগের সংখ্যা ২ গুণ বেড়েছে আগের তুলনায়। গবেষকদের দাবি, এই দাগের সংখ্যা আরও বেশি হলে,ক্ষতি হতে পারে পৃথিবীতে। এই জন্য বন্ধ হতে পারে রেডিও ওয়েভ ও ইন্টারনেট । এমনকি বন্ধ হতে পারে বিদ্যুৎ পরিষেবাও। জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, সূর্যের গায়ের এই দাগগুলি কিছুটা শীতল হয় অন্য জায়গার তুলনায়। এই জন্য সূর্যের মধ্যে শক্তিশালী হচ্ছে চৌম্বকীয় ক্ষেত্র। এই চৌম্বকীয় ক্ষেত্রের যত প্রভাব বাড়বে, তত সমস্যা বাড়তে পারে। নাসার দাবি, সূর্যের গায়ে দাগের সংখ্যা বাড়লে, হতে পারে বিস্ফোরণ।

সূর্যের গায়ে দাগ ক্রমশ বেড়ে যাচ্ছে। এই বছরের জুন মাসে সূর্যের গায়ে সব থেকে বেশি দাগ দেখা গেছে । সূর্যের গায়ের এই দাগ নিয়ে NOAA-এ তথ্য প্রকাশ হয়েছে। সেখানে দেখা গেছে, ১৬৩ টি দাগ আছে সূর্যের গায়ে। এই বছরে সূর্যের গায়ে দাগের সংখ্যা ২ গুণ বেড়েছে আগের তুলনায়। গবেষকদের দাবি, এই দাগের সংখ্যা আরও বেশি হলে,ক্ষতি হতে পারে পৃথিবীতে। এই জন্য বন্ধ হতে পারে রেডিও ওয়েভ ও ইন্টারনেট । এমনকি বন্ধ হতে পারে বিদ্যুৎ পরিষেবাও। জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, সূর্যের গায়ের এই দাগগুলি কিছুটা শীতল হয় অন্য জায়গার তুলনায়। এই জন্য সূর্যের মধ্যে শক্তিশালী হচ্ছে চৌম্বকীয় ক্ষেত্র। এই চৌম্বকীয় ক্ষেত্রের যত প্রভাব বাড়বে, তত সমস্যা বাড়তে পারে। নাসার দাবি, সূর্যের গায়ে দাগের সংখ্যা বাড়লে, হতে পারে বিস্ফোরণ।

Next Article