ADAS Technology in Cars: হাইস্পিডের জন্য ফাইন হবে না

ADAS Technology in Cars: হাইস্পিডের জন্য ফাইন হবে না

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 11, 2023 | 6:40 PM

Road Safety of ADAS: ট্রাফিক পুলিশের বেঁধে দেওয়া নির্ধারিত বেগে ওপরে গাড়ি চালালে জরিমানা দিতে হয়। তবে এই ঝক্কি থেকে মুক্তি দিতে পারে এডিএএস। এডিএএস হল অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম।

ট্রাফিক পুলিশের বেঁধে দেওয়া নির্ধারিত বেগে ওপরে গাড়ি চালালে জরিমানা দিতে হয়। তবে এই ঝক্কি থেকে মুক্তি দিতে পারে এডিএএস। এডিএএস হল অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম। উচ্চ বেগে গাড়ি চালানোর ঝুঁকি ৯৯% কমায় এই সিস্টেম। এই সিস্টেম গাড়িকে নির্দিষ্ট গতিবেগে বেঁধে রাখে। এডিএএস থাকলে কখনোই নির্ধারিত গতিসীমার ওপরে গাড়ির স্পিড তোলা যায় না। গাড়ির নিরাপত্তার বিষয়ে ও লেন অ্যাসিস্টে সহায়তা করে এডিএএস।

ভারতের বাজারে এডিএস ফিচারযুক্ত গাড়ি। হন্ডা সিটি V, VX ও ZX । এই সিরিজের এক্স শোরুম প্রাইস ১২.৪৫ লক্ষ থেকে ২০.৩৯ লক্ষ টাকা। এডিএস ফিচার যুক্ত ৫ স্টার সেফটি রেটিং এর হুন্ডাই ভার্ণার। এক্স শোরুম প্রাইস ১৫.৯৯ থেকে ১৭.৮৯ লাখ টাকা। মরিস গ্যারাজ অ্যাস্টর। দাম ১৭ থেকে ১৮.৫৯ লক্ষ টাকা। এসব গাড়ি রাস্তায় চালালে উচ্চগতির জন্য ট্রাফিক ফাইন থেকে বাঁচবেন।