WITT 2024: ১২ বছর পর ফের একসঙ্গে একই ছবিতে আমির-কিরণ

WITT 2024: ১২ বছর পর ফের একসঙ্গে একই ছবিতে আমির-কিরণ

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Feb 27, 2024 | 5:50 PM

১২ বছরের অপেক্ষার অবসান। আমির খান ও কিরণ রাও জুটিকে দেখতে পাওয়া যাবে। TV9 নেটওয়ার্কের গ্লোবাল সামিটের শেষ দিনে এই প্রসঙ্গে মুখ খুললেন কিরণ রাও। মঞ্চে কিরণ বললেন, 'আমি যে বছর ‘ধোবি ঘাট’ বানিয়েছিলাম...'

১২ বছরের অপেক্ষার অবসান। আমির খান ও কিরণ রাও জুটিকে দেখতে পাওয়া যাবে। TV9 নেটওয়ার্কের গ্লোবাল সামিটের শেষ দিনে এই প্রসঙ্গে মুখ খুললেন কিরণ রাও। মঞ্চে কিরণ বললেন, ‘আমি যে বছর ‘ধোবি ঘাট’ বানিয়েছিলাম, সেই বছরই আজাদের জন্ম হয়। আমি মা হতে চেয়েছিলাম, সেই স্বপ্ন পূরণ হওয়ার পর আমি চেয়েছিলাম আমার সন্তানের সঙ্গে কিছু বছর কাটাতে। সেই সময়টা আমি প্রচুর লিখেছি। তবে সেই লেখা নিয়ে খুব একটা খুশি ছিলাম না আমি। সেই জন্য কিছু বানাইনি।’ কিরণকে থামিয়ে আমির খান বলেন, ‘মাঝখান থেকে দুই-তিন বছর কেটে যায়, ও নিজের সন্তানকে নিয়ে ব্যস্ত। হঠাৎ ওর মনে হয়,  কয়েকটা বছর চলে গেল, আমি কোনও ছবি বানাইনি। আজাদের জন্যই ও ছবি করে উঠতে পারছিল না’।

Published on: Feb 27, 2024 05:48 PM