Panchayat Election 2023: গেরুয়ায় ‘সেকেন্ড ইনিংস’ শুরু জয়ের
দীর্ঘদিন পর বিজেপির ভোট প্রচারে জয় ব্যানার্জি। বললেন বিজেপিতে সেকেন্ড ইনিংস শুরু কাটোয়া থেকে।সায়নী ঘোষ প্রসঙ্গে জয় ব্যানার্জী বলেন, 'খুব চ্যাটাং চ্যাটাং কথা বলেন।
দীর্ঘদিন পর বিজেপির ভোট প্রচারে জয় ব্যানার্জি। বললেন বিজেপিতে সেকেন্ড ইনিংস শুরু কাটোয়া থেকে।সায়নী ঘোষ প্রসঙ্গে জয় ব্যানার্জী বলেন, খুব চ্যাটাং চ্যাটাং কথা বলেন। কুন্তলের সঙ্গে প্রত্ক্ষ যোগ পাওয়া গেছে তার সঙ্গে। ওতপ্রোত ভাবেও মিশত, জড়িত ছিল।আমার মনে হয় ও খুব শীঘ্রই ভিতরে ঢুকবে।
পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে বলেন,কেন্দ্রীয় বাহিনী বাইরে থেকে আসে।তাদের গাইড করে লোকাল পুলিশ।তারা গাইড না পেলে কেন্দ্রীয় বাহিনী বেকার।
তবে আমরা একটা কড়া রাজ্যপাল পেয়েছি।তিনি পিস সেন্টার খুলেছেন।তিনি তৎক্ষণাৎ এক্সেন নিচ্ছেন।কেউ ফাঁকা মাঠে গোল দিতে পারবে না।
এছাড়াও জানান—
দীর্ঘদিন স্বেচ্ছায় নির্বাসনে থাকার পর কাটোয়া থেকেই দ্বিতীয় ইনিংস শুরু হলো।এয়ারপোর্ট জেপি নাড্ডাজীর সঙ্গে দেখা হয়।তিনি ভ্রাতৃ স্নেহে কাছে টেনে নিয়ে বলেন বিজেপি তোমার আসল প্লাটফর্ম।তুমি কাজ করো।তুমি কোথায় যাবেনা,বিজেপিতেই থাকবে।আমরা তোমার পাশে থাকব।তিনি আমায় নিচিন্ত করলেন,তাই আজ আমার আনন্দের দিন যে আমি আবার বিজেপির হয়ে প্রচার শুরু করছি।এছাড়াও উলু বেরিয়াতে মারধরের কারনে অসুস্থ ও বাবা গত হওয়ায় দিশেহারা হয়ে গিয়েছিলাম।মাথার ঠিক ছিলনা।আমি খুশি কাটোয়া থেকেই আমার সেকেন্ড ইনিংস শুরু।

হাতে বিরাট অর্ডার বুক, আপনাকে মালামাল করতে পারে এই সব শেয়ার!

স্মলক্যাপে বাজি হতে পারে এই সেক্টরগুলোই!

জ্যাম কাটিয়ে বাসের চেয়েও কম খরচে বাইকে চেপে অফিস, সময় বাঁচাবে EV!

সরকারি বেশ কয়েকটি ব্যাঙ্কের শেয়ার ধাক্কা খেলেও আজ উঠেছে পিএসইউ ব্যাঙ্ক
