FIFA World Cup 2022: কাতারে উৎসবের মেজাজ
কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে। তবে বিশ্বকাপের আসর সেই সব ফুটবল প্রেমীদের ছাড়া অসম্পূর্ণ, যারা দূর দূরান্ত থেকে এসে মাতিয়ে রাখে বিশ্বকাপের গ্যালারি।
কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে। তবে বিশ্বকাপের আসর সেই সব ফুটবল প্রেমীদের ছাড়া অসম্পূর্ণ, যারা দূর দূরান্ত থেকে এসে মাতিয়ে রাখে বিশ্বকাপের গ্যালারি। তাদের জন্য ফিফা ফ্যান ফেস্টিভ্যালের প্রস্তুতিতে রাত জেগে কাজ চলছে দোহার সমুদ্র তীরের আল বিদ্দা পার্কে। ফ্যান ফেস্টিভ্যাল উপলক্ষ্যে ফিফা ১০০ ঘন্টা বিনামূল্যে লাইভ মিউজিক অ্যাক্টের ব্যবস্থা করছে। বিজ্ঞাপনের ৪ টি লাইভ স্টেজ এবং ১৫০ টি খাবারের আউটলেট প্রস্তুত করার জন্য চলছে রাতভর কাজ।
সংগঠকরা জানিয়েছেন, ৭০ হাজার দর্শকরা সেখানে একসঙ্গে শো দেখতে পারবেন। সোমবার থেকে দর্শকদের জন্য উন্মুক্ত হবে এই মঞ্চ। আবু ফন্টাস ফ্যান ভিলেজে ৬০০ টি বিন-ব্যাগ স্টাইলের লাউঞ্জার দিয়ে ফুটবল পিচের মতো বিশাল খোলা মাঠে সাজানো। এ ছাড়াও সাইটটিতে প্রায় ৬,২০০টি স্টিলের কেবিন রয়েছে। প্রতিটিতে দু’জন লোক থাকাতে পারবে। স্থানীয় গাড়ি পার্কিংয়ের জায়গায় বিশালাকার মার্কিতে ব্রেকফাস্ট ও লাঞ্চ পরিবেশন করা হবে। কত খরচ এখানে থাকতে? প্রতি দিন খরচ মাত্র ৭৪০ কাতারি রিয়াল। তবে অ্যালকোহল পরিবেশন করা হবে কিনা সেটা এখনও জানানো হয়নি। কাতারে আগত ফুটবল দর্শকদের জন্য থাকছে আরও এক চমকপ্রদ উপহার। বেশ কিছু ম্যাচ রয়েছে, যা কাতারে স্থানীয় টেলিভিশনে বিনামূল্যে সম্প্রচার করা হবে।