AC Filter Clean: কতদিন অন্তর পরিষ্কার করবেন এসির ফিল্টার?

AC Filter Clean: কতদিন অন্তর পরিষ্কার করবেন এসির ফিল্টার?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 26, 2023 | 6:39 PM

এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? এসির ফিল্টার পরিষ্কার না করলে সেখান থেকে হওয়া বেরতে বাধা পায়। এদিকে ইলেকট্রিক বিল বেড়েই চলেছে। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। এসি চালিয়েও ঘরে গরম লাগছে। এসির ফিল্টার পরিষ্কার করা দরকার নিয়মিত।

এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? এসির ফিল্টার পরিষ্কার না করলে সেখান থেকে হওয়া বেরতে বাধা পায়। এদিকে ইলেকট্রিক বিল বেড়েই চলেছে। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। এসি চালিয়েও ঘরে গরম লাগছে। এসির ফিল্টার পরিষ্কার করা দরকার নিয়মিত। প্রচুর ধুলাবালি জমা হয় এসির ফিল্টারে। দ্রুত ময়লা জমতে থাকে এসির ফিল্টারে। যত বেশি এসি চলবে,সেক্ষেত্রে তত বেশি ময়লা জমাবে। এসিতে কোন ফিল্টার আছে সেটা দেখতে হবে। কিছু ফিল্টার আছে যা ঘন ঘন পাল্টাতে হয়। কিছু ফিল্টার আছে যা পুনঃব্যবহারযোগ্য। পুনঃব্যবহারযোগ্য ফিল্টার পরিষ্কার করতে হয় নিয়মিত। মাসে ১ বার করে এসির ফিল্টার পরিষ্কার করতে হয়। এসির ফিল্টার পরিষ্কার করলে, এসি অনেক ভাল থাকবে। এসির ফিল্টার পরিষ্কার করলে, ঘর দ্রুত ঠাণ্ডাও হবে।

Published on: May 26, 2023 06:38 PM