Bollywood Gossip: জ্যাম থেকে মুক্তি পেতে এত বড় ঝুঁকি নিলেন অমিতাভ-অনুষ্কা

Bollywood Gossip: জ্যাম থেকে মুক্তি পেতে এত বড় ঝুঁকি নিলেন অমিতাভ-অনুষ্কা

আসাদ মল্লিক

|

Updated on: May 16, 2023 | 7:35 PM

Bollywood Gossip: বিপাকে অমিতাভ বচ্চন ও অনুষ্কা শর্মা। মুম্বইয়ের ট্র্যাফিক জ্যাম থেকে মুক্তি পেতে বাইকে করে গন্তব্যে পৌঁছেছিলেন দুজনে। কিন্তু মাথায় ছিল না হেলমেট।

মন খারাপের খবর দিলেন শোলাঙ্কি

অভিনেত্রী শোলাঙ্কি রায় নিয়েছিলেন বিরতি। জানিয়েছিলেন, কিছুদিন পরই ফিরবেন পর্দায়। অপেক্ষায় থাকা ভক্তদের তবে এ কেমন খবর শোনালেন এবার অভিনেত্রী? অভিনয়ে ফিরলেও তিনি এখনই ফিরছেন না ছোটপর্দায়। আপাতত ওটিটি-সিনেমাতেই কাজ করতে চান তিনি।

সুদীপার পরিবারে বিপর্যয়

অভিনেতা সুদীপা চট্টোপাধ্যায়ের পরিবারে বিপর্যয়। হৃদরোগে আক্রান্ত হয়েছেন তাঁর মা। ভর্তি রয়েছেন দক্ষিণ কলকাতার এক হাসপাতালে। সেখানেই সকাল থেকে ছিলেন সুদীপা। টিভিনাইন বাংলাকে তিনি ফোনে জানান, “আগের থেকে একটু ভাল আছেন মা। সুস্থ হতে সময় লাগবে।”

অদ্রিজার নতুন কাজ

পাঁচ মাস আগে ধারাবাহিকের কাজ নিয়ে মুম্বই পাড়ি দিয়েছিলেন অদ্রিজা রায়। সেই ধারাবাহিক শেষ হতেই আরও এক নতুন ধারাবাহিক তাঁর পাইপলাইনে। খুব শীঘ্রই শুরু হবে শুটিং। তার আগে বিজ্ঞাপনের কাজও করছেন চুটিয়ে। আপাতত বাংলা ধারাবাহিকে ফেরার ইচ্ছে নেই তাঁর।

খানিক বিরতিতে রচনা
নিত্যদিনের একটাই রুটিন, দিদি নম্বর ওয়ান সেটে সঞ্চালনা। তবে মাঝে মধ্যেই সুযোগ বুঝে বেরিয়ে পড়েন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। এবারও পুত্রসন্তান ও বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে পাড়ি দিলেন পাহাড়ে। তবে কোথায় গেলে, তার উল্লেখ করলেন না অভিনেত্রী।

মিথ্যে বললেন প্রিয়াঙ্কা?
এতদিন সংসার করেও স্বামী নিক জোনাসকে চিনতে পারলেন না প্রিয়াঙ্কা চোপড়া? সদ্য এমনই প্রশ্ন ভাইরাল নেটপাড়ায়। নিক দারুণ অভিনেতা, প্রিয়াঙ্কার এই মন্তব্য যে ভুল, পলকে ধরে ফেলল মেশিন। তাতেই হেসে লুটোপুটি খেলেন অভিনেত্রী। বললেন, এক্ষেত্রে তিনি সব সময় মিথ্যে বলে থাকেন।

অনন্যার সিক্রেট ফাঁস

এ কী করলেন রণবীর কাপুর! ফাঁস করে দিলেন অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুরের সিক্রেট! বিগত বেশ কিছু দিন রটেছে আদিত্যের সঙ্গে নাকি প্রেম করছেন অনন্যা। নিজেরা যদিও স্পিক্টি নট। এবার রণবীর কাপুরের কাছে সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আদিত্য এমন একজনকে পছন্দ করে যার নামের প্রথম অক্ষর এ”। নেটিজেনদের ধারণা অনন্যাকেই বুঝিয়েছেন রণবীর।

বিপাকে অমিতাভ-অনুষ্কা

বিপাকে অমিতাভ বচ্চন ও অনুষ্কা শর্মা। মুম্বইয়ের ট্র্যাফিক জ্যাম থেকে মুক্তি পেতে বাইকে করে গন্তব্যে পৌঁছেছিলেন দুজনে। কিন্তু মাথায় ছিল না হেলমেট। তা নেটিজেনদের নজরে আসতেই মুম্বই পুলিশকে ট্যাগ করেন তাঁরা। মুম্বই পুলিশের তরফে জানানো হয়, ইতিমধ্যেই ঘটনাটি মুম্বই ট্র্যাফিক শাখার কাছে তুলে ধরা হয়েছে। তারাই ব্যবস্থা নেবে।

দেশ ছাড়লেন শেহনাজ়?
ক্যান্ডিড লুকে খুব একটা ধরা দেন না শেহনাজ। তবে এবার পাটায়া থেকে ছবি শেয়ার করলেন অভিনেত্রী। সমুদ্র সৈকতে বোল্ড লুকে দিলেন পোজ়। নেটপাড়া নয়া জল্পনা, সঙ্গে কে? আপাতত অন্ধকারেই এ প্রশ্নের উত্তর।রাখীকে খুনের ছক

বিস্ফোরক অভিযোগ রাখী সাওয়ান্তের। জেলে বসেই তাঁকে হত্যার ছক কষেছে স্বামী আদিল খান। তাঁর অভিযোগ এমনটাই। একটি ফোনের ক্লিপও শেয়ার করেছেন সুদীপা। যেই ক্লিপে নিজেকে রাখীর শুভাকাঙ্ক্ষী পরিচয় দিয়ে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “নিজের পরিচয় গোপন রাখতে চাই। আপনার ভাল চাই। আদিল একটি চুক্তি করেছে। ও আপনাকে খুন করতে চায়। বেশ কিছু সময় ধরেই এই পরিকল্পনা ও করে চলেছে।”