Antacid Side Effect: অ্যান্টাসিডের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া
মেডিক্যাল শপে প্রেসক্রিপশন ছাড়াই পাওয়া যায় এই ওষুধ। তাই অনেকেই মুড়ি মুড়কির মত খান অ্যান্টাসিড। একটি গবেষণায় ইউকের এনএইচএস বলছে অতিরিক্ত অ্যান্টাসিড পেট ব্যথা, বমি এবং ডায়ারিয়া ডেকে আনে। হতে পারে কিডনির সমস্যা, হাড়ও ভঙ্গুর হতে পারে। এমনকি হৃদরোগের প্রবণতাও বেড়ে যায় অতিরিক্ত অ্যান্টাসিড খেলে
একটু গুরুপাক খাওয়া দাওয়া করলেই গ্যাস অম্বলের সমস্যা? স্বস্তি পেতে অনেকেই খান মুঠোমুঠো অ্যান্টাসিড। মেডিক্যাল শপে প্রেসক্রিপশন ছাড়াই পাওয়া যায় এই ওষুধ। তাই অনেকেই মুড়ি মুড়কির মত খান অ্যান্টাসিড। একটি গবেষণায় ইউকের এনএইচএস বলছে অতিরিক্ত অ্যান্টাসিড পেট ব্যথা, বমি এবং ডায়ারিয়া ডেকে আনে। হতে পারে কিডনির সমস্যা, হাড়ও ভঙ্গুর হতে পারে। এমনকি হৃদরোগের প্রবণতাও বেড়ে যায় অতিরিক্ত অ্যান্টাসিড খেলে। অন্তঃসত্ত্বা এবং স্তন্যদায়িনী মায়েদের অ্যান্টাসিড খাবার সময় সতর্ক হওয়া উচিত। কিডনি রোগী এবং হৃদরোগীদের ডাক্তারি পরামর্শ ছাড়া অ্যান্টাসিড খাওয়া উচিত নয়। যকৃতের রোগে যারা ভুগছেন বা চিকিৎসায় আছেন তাদেরও অ্যান্টাসিড খাবার সময়ে সতর্ক থাকা উচিত। ডাক্তারি প্রেসক্রিপশন ছাড়া সকালে খালি পেটে অ্যান্টাসিড খাওয়াও মারাত্মক। অ্যান্টাসিড পেটের পাকস্থলীর অ্যাসিড প্রশমন করে। তাই বেশি খেলে আলসার সহ পাকস্থলীর সমস্যা ডেকে আনে অ্যান্টাসিড। বাতকর্ম এবং কোষ্ঠকাঠিন্য ডেকে আনে অ্যান্টাসিড।