Smartphones Effect on Kids: শিশুদের মধ্যে ভয়ঙ্কর প্রভাব স্মার্টফোনের
সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর একটি তথ্য। বিশ্বের ৪১ টি দেশের ২৭,৯৬৯ জনের ওপরে চালানো হয় একটি পরীক্ষা । তাতে দেখা যায় ছোটদের ওপরে মোবাইল ফোনের কুপ্রভাব। এই জনগোষ্ঠীর মধ্যে ৪,০০০ জন্ম ভারতীয় ছেলে ও মেয়ে ছিল। ওয়াশিংটনের সংস্থা ‘স্যাপিয়েন ল্যাব’ দুনিয়া জুড়ে চালায় এই সমীক্ষা
ওদের সবার বয়স ১৮ থেকে ২৪। ওদের মধ্যে অনেকেই আত্মহত্যা প্রবণ। অনেকের মনে উদ্বেগ আর অবসাদ বাসা বেঁধেছে। ওরা খুব কম বয়স থেকেই মোবাইল ফোন ব্যবহার করত। সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর একটি তথ্য। বিশ্বের ৪১ টি দেশের ২৭,৯৬৯ জনের ওপরে চালানো হয় একটি পরীক্ষা । তাতে দেখা যায় ছোটদের ওপরে মোবাইল ফোনের কুপ্রভাব। এই জনগোষ্ঠীর মধ্যে ৪,০০০ জন্ম ভারতীয় ছেলে ও মেয়ে ছিল। ওয়াশিংটনের সংস্থা ‘স্যাপিয়েন ল্যাব’ দুনিয়া জুড়ে চালায় এই সমীক্ষা। উত্তর ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা , ইউরোপ, ও দক্ষিণ এশিয়ায় চলে এই সমীক্ষা। যে মেয়েরা ৬ বছরে স্মার্টফোন হাতে পায় তাদের ৭৪% মানসিক সমস্যার রোগী। ১৮ বছরে যারা ফোন পেয়েছে সেই মেয়েদের ৪৬% মানসিক অবসাদে। যে ছেলেরা ৬ বছরে মোবাইল পায় তাদের ৪২% মানসিক রোগগ্রস্ত। ছেলেদের মধ্যে যারা ১৮এ মোবাইল হাতে পায় তাদের ৩৬% মনোরোগের শিকার। মেলামেশায় ভয়, তীব্র অবসাদ, খিটখিটে ভাব তাদের সমাজ বিমুখ করছে।