Edible Oil Price Hike: জানেন কি, কেন দাম বাড়ছে ভোজ্য তেলের?
সাম্প্রতিক কালে তৈলবীজের দাম কমেছে। কিন্তু এই দামের পতনের কোনও প্রতিফলন পড়েনি তেলের দামে। সরষে, সূর্যমুখী, বাদাম, সয়াবিন প্রভৃতির দাম কমলেও তেলের দাম কমেনি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পামোলিন তেলেরও দাম পড়েছে। পাইকারি বাজারে সূর্যমুখী তেলের দাম লিটার প্রতি ৮০ টাকা। খুচরো দাম সেখানে লিটার প্রতি ১৫০ টাকা।
ভোজ্য তেলের পাইকারি বাজারে দাম কম হলেও খুচরো বাজারে দাম বেশি। কেন এমন হচ্ছে? সাম্প্রতিক কালে তৈলবীজের দাম কমেছে। কিন্তু এই দামের পতনের কোনও প্রতিফলন পড়েনি তেলের দামে। সরষে, সূর্যমুখী, বাদাম, সয়াবিন প্রভৃতির দাম কমলেও তেলের দাম কমেনি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত পামোলিন তেলেরও দাম পড়েছে। পাইকারি বাজারে সূর্যমুখী তেলের দাম লিটার প্রতি ৮০ টাকা। খুচরো দাম সেখানে লিটার প্রতি ১৫০ টাকা। সয়াবিন তেলের পাইকারি দাম লিটার প্রতি ৮৫ টাকা। খুচরো দাম সেখানে লিটার প্রতি ১৪৫ টাকা। পামোলিন তেলের পাইকারি দাম লিটার প্রতি ৮৫ টাকা। খুচরো দাম সেখানে লিটার প্রতি ১০৫ টাকা। রাইস ব্র্যান তেলের পাইকারি দাম লিটার প্রতি ৮৫ টাকা। সেখানে রাইস ব্র্যান তেলের খুচরো দাম লিটার প্রতি ১৭০ টাকা। বিশেষজ্ঞরা বলছেন সরকারের বহুজাতিক ও প্যাকারদের ওপরে দামের বিষয়ে কোনও নিয়ন্ত্রণ নেই। ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণ ও এই দিকে নজর দেওয়া সরকারের দায়িত্ব।