CNG Filling: সিএনজি ভরার সময়ে এরকম কেন হয়?
সাশ্রয়ী এই জ্বালানির অনেক সুবিধা। কিন্তু সমস্যাও আছে বেশ কিছু। সিএনজি বা গ্যাসের গাড়িতে রিফুয়েল করার সময়ে যাত্রী ও চালককে নেমে যেতে বলা হয়। কারণ কী, জানেন? যে সব গাড়ি সিএনজি বা কমপ্রেসড ন্যাচার্যাল গ্যাস চালিত তার গ্যাস ভরা হয় নির্দিষ্ট কিছু পাম্পে।
দূষণ প্রায় নেই বললেই চলে সিএনজিতে। সিএনজি বা কমপ্রেসড ন্যাচার্যাল গ্যাস। সবুজ জ্বালানি সিএনজি দূষণ বিহীন জ্বালানি। সাশ্রয়ী এই জ্বালানির অনেক সুবিধা। কিন্তু সমস্যাও আছে বেশ কিছু। সিএনজি বা গ্যাসের গাড়িতে রিফুয়েল করার সময়ে যাত্রী ও চালককে নেমে যেতে বলা হয়। কারণ কী, জানেন? যে সব গাড়ি সিএনজি বা কমপ্রেসড ন্যাচার্যাল গ্যাস চালিত তার গ্যাস ভরা হয় নির্দিষ্ট কিছু পাম্পে। কিন্তু গাড়িতে গ্যাস ভরার আগে পাম্প কর্তৃপক্ষ যাত্রী ও চালককে নেমে যেতে বলে। কারণ বিপদের ঝুঁকি এডাতেই এই নিয়ম। উচ্চ চাপে গ্যাস ভরা হয় গাড়ির সিএনজি ট্যাঙ্কে। তাই গ্যাস লিক করে বিপদ হতে পারে। অতীতে সিএনজি ফিলিং এর সময়ে বিস্ফোরণের দৃষ্টান্তও রয়েছে। তাছাড়া সিএনজির দুর্গন্ধে অনেক যাত্রীর বমি হয় ও গা গুলোয়। এছাড়া সিএনজি ফিলিং পেট্রোল ও ডিজেলের ফিলিং এর চেয়ে আলাদা। চালক তাই গাড়ি থেকে নেমে দেখেন ঠিকঠাক ওজনের গ্যাস পাচ্ছেন কিনা। এই সব কারণেই সিএনজি ভরার সময়ে গাড়ি থেকে নামেন যাত্রী ও চালক।