Anubrata Mondal News: প্রথম রাতে লোহার খাটে অনুব্রত
বোলপুরের নিচুপট্টির ‘বেতাজ বাদশা’র এখন ঠাঁই আসানসোল জেল হাসপাতাল ওয়ার্ডে। বাকি বন্দিদের মতোই সাধারণ খাবার দেওয়া হচ্ছে অনুব্রতকে। রাতে দেওয়া হয়েছিল রুটি, ডাল এবং কুমড়োর সবজি।
আসানসোল: গরু পাচার মামলায় দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দিয়েছেন অনুব্রত মণ্ডলের ১৪ দিনের জেল হেফাজতের। বোলপুরের নিচুপট্টির ‘বেতাজ বাদশা’র এখন ঠাঁই আসানসোল জেল হাসপাতাল ওয়ার্ডে। সিওপিডি’র সমস্যা থাকায় রাতে জেলের হাসপাতাল ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। সেখানেই বুধবার প্রথম রাত কাটালেন অনুব্রত। জেল সূত্রে খবর, আগামী ৩-৪ দিন এই ওয়ার্ডেই থাকবেন অনুব্রত মণ্ডল।
অনুব্রতকে জেলের মধ্যে বিশেষ হাসপাতাল ওয়ার্ডে রাখা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সেই সেলে আরও ৭ বন্দির সঙ্গে থাকছেন অনুব্রত মণ্ডল। বাকি বন্দিদের মতোই সাধারণ খাবার দেওয়া হচ্ছে অনুব্রতকে। রাতে দেওয়া হয়েছিল রুটি, ডাল এবং কুমড়োর সবজি। জেল সূত্রে জানা গিয়েছে, অনুব্রতকে রাতে শোওয়ার জন্য নীচু লোহার খাটের ব্যবস্থা করা হয়েছিল। প্রসঙ্গত, আসানসোলের এই জেলেই রয়েছেন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন।
গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতাকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে সিবিআই। তাই তাঁকে জেরা করতে যেকোনও মুহূর্তে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে যেতে পারেন আধিকারিকরা। তবে এবার তাঁকে ফের জেরা করা হবে কবে, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।