Anubrata Mondal News: ‘ডেড বডি আটকে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা’, হাসপাতালে রোগীদের বিক্ষোভ
নেতার জন্য মৃতদেহ পর্যন্ত ছাড়া হচ্ছে না, আটকে রয়েছে ময়নাতদন্তের প্রক্রিয়াও। "চোরের জন্য পুলিশ, প্রশাসন। আর গরিবরা রোদে পুড়ে মার খাচ্ছে", ইমার্জেন্সির বাইরে ঘণ্টাখানেক দাঁড়িয়ে ক্ষোভ উগড়ে দিলেন রোগী সহ আত্মীয়স্বজন
আসানসোল: স্বাস্থ্য পরীক্ষা করাতে আসানসোল হাসপাতালে অনুব্রত মণ্ডল। গোটা হাসপাতাল চত্বরে পুলিশে পুলিশে ছয়লাপ। রয়েছে কমব্যাট ফোর্সও। আর সেখানেই ‘গণ্ডগোল’। হেভিওয়েটের জন্য বাকিদের চিকিৎসা ব্যহত হচ্ছে, ক্যামরার সামনেই ক্ষোভ উগড়ে দিয়েছেন রোগীর পরিবার-পরিজন। ‘কে ব্যাটা হরিদাস পাল, রোগীকে কেন আটকে রাখা হচ্ছে’, ক্ষুব্ধ রোগী। নেতার জন্য মৃতদেহ পর্যন্ত ছাড়া হচ্ছে না, আটকে রয়েছে ময়নাতদন্তের প্রক্রিয়াও। “চোরের জন্য পুলিশ, প্রশাসন। আর গরিবরা রোদে পুড়ে মার খাচ্ছে”, ইমার্জেন্সির বাইরে ঘণ্টাখানেক দাঁড়িয়ে ক্ষোভ উগড়ে দিলেন রোগী সহ আত্মীয়স্বজন।
আসানসোল সংশোধনাগারে বন্দি বীরভূমের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল। গতকাল আসানসোলে সিবিআই আদালতে রায় ঘোষণার পর থেকেই পশ্চিম বর্ধমানের ছোট্ট এই শহরটায় যেন থিকথিকে ভিড়। শহর জুড়ে ব্যাপক যানজট। সেই যানজট পেরিয়ে প্রায় তিন কিলোমিটার হেঁটে আসানসোল হাসপাতালে রোগী। মাথায় রক্ত জমাট বেঁধে আছে তার। কিন্তু আত্মীয়কে সঙ্গে করে তিনি দাঁড়িয়ে হাসপাতালের এমারজেন্সির বাইরে। কাউন্টার বন্ধ অনেকক্ষণ। কারণ, এমারজেন্সির পাশেই একটা ছোট ঘরে রুটিনমাফিক স্বাস্থ্য পরীক্ষা চলছে অনুব্রত মণ্ডলের। হাসপাতালের পুরো জরুরি বিভাগ ঘিরে রেখেছে আসানসোল পুলিশ।
শুধু এমারজেন্সি না, গোটা হাসপাতাল চত্বর ভরা পুলিশ, নিরাপত্তারক্ষীতে। তৈরি করা ব্যারিকেড। হাসপাতালে ঢোকার মূল গেটের বাইরে সারি সারি পুলিশের গাড়ি, কনভয়। বাইরে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স। ভেতরে থাকা অ্যাম্বুলেন্সও বেরোতে পারছে না ভিড়ের ঠেলায়। এমারজেন্সি কাউন্টারের বাইরে তখন অপেক্ষামান বহু রোগী। বেশিরভাগই গর্ভবতী। পেটের বাচ্চাটার সব ঠিক আছে কি না জানতে ডাক্তারবাবুকে দেখাতে হবে, কিন্তু এমারজেন্সি কাউন্টারের জানলার ছোট্ট ফাঁকটা তখন বন্ধ। টিকিট দিচ্ছে না কেউ। বাইরে একটু একটু করে বাড়ছে রোগীদের ক্ষোভ। মৃতদেহ নিতে আসা এক পরিজনের দাবি, ডেড বডিটুকুও নিতে দিচ্ছে না। পাশে দাঁড়িয়ে থাকা বাকিদের কথায় তখন ঝরে পড়ছে রাগ, ‘কেন একজন গরু চোরকে নিয়ে এত মাতামাতি?’