Arijit Singh on RG Kar Doctor Death Update: তিলোত্তমার প্রতিবাদে অরিজিৎ সিং সরব হলেও পথে নামতে দেখা যায়নি তাঁকে, কিন্তু কেন?

তিলোত্তমার প্রতিবাদে অরিজিৎ সিং সরব হলেও পথে নামতে দেখা যায়নি তাঁকে, কিন্তু কেন? এবার নিজেই দিলেন উত্তর। বললেন, “পথে নেমে গেলেই তো হল না। বিশৃঙ্খলা হলে মুশকিল। সবাই তো নামছে পথে। আমরা রয়েছি পাশে। হিতে বিপরীত হলে হবে না। কেউ যদি ভাবে সুযোগ নেবে, নিতে পারে। যারা রাগাচ্ছে, তোমরা তাদের কথায় রেগে যেয়ো না। তারাও কষ্টের জায়গা থেকে এই কথাগুলো বলছে।”

Arijit Singh on RG Kar Doctor Death Update: তিলোত্তমার প্রতিবাদে অরিজিৎ সিং সরব হলেও পথে নামতে দেখা যায়নি তাঁকে, কিন্তু কেন?
| Edited By: | Updated on: Aug 27, 2024 | 11:27 PM

কেন পথে নেই অরিজিৎ?
তিলোত্তমার প্রতিবাদে অরিজিৎ সিং সরব হলেও পথে নামতে দেখা যায়নি তাঁকে, কিন্তু কেন? এবার নিজেই দিলেন উত্তর। বললেন, “পথে নেমে গেলেই তো হল না। বিশৃঙ্খলা হলে মুশকিল। সবাই তো নামছে পথে। আমরা রয়েছি পাশে। হিতে বিপরীত হলে হবে না। কেউ যদি ভাবে সুযোগ নেবে, নিতে পারে। যারা রাগাচ্ছে, তোমরা তাদের কথায় রেগে যেয়ো না। তারাও কষ্টের জায়গা থেকে এই কথাগুলো বলছে।”

ঋত্বিকের নিশানায় কে?
মঙ্গলবার নবান্ন অভিযান মিছিল নিয়ে যখন তোলপাড় কলকাতা, ঠিক তখনই ইঙ্গিতবহ পোস্ট ঋত্বিক চক্রবর্তীর সোশ্যাল মিডিয়ার পাতায়। লিখলেন, ‘যখন সব গুরুত্বপূর্ণ বিষয়কে খেলা হবে বলে খেলো করা হচ্ছিল, তুমি করতালি দিয়েছিলে তো? বেশ! এবার একটু ছেলেখেলা দেখে নাও।’ এরপরই কমেন্ট বক্স ভরতে থাকে নানা মন্তব্যে, প্রশ্ন ওঠে তবে কি তৃণমূলকেই ইঙ্গিতে নিশানা করলেন অভিনেতা?

মহামিছিলে তারকারা
সোহিনী সরকার এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানান তাঁরা ১ সেপ্টেম্বর যে মহামিছিলের ডাক দিয়েছেন সেখানে তাঁরা ১১টি দাবি জানাবেন নারী নিরাপত্তা এবং সুরক্ষার জন্য। কলেজ স্কোয়ার থেকে বেরবে এই মিছিলে, যেখানে মূল দাবি তোলা হবে, সিবিআইকে আর জি করের স্বৈরাচার ও দুর্নীতির মূল ধারক-বাহক এবং তাদের বাকি সঙ্গীদের গ্রেপ্তার করতে হবে।

সরব স্বস্তিকা
তিলোত্তমার বিচার চেয়ে অনেকেই দূর্গাপুজো বন্ধের আর্জি জানাচ্ছেন। এবার তাঁদের উদ্দেশে বার্তা স্বস্তিকা মুখোপাধ্যায়ের। অন্য একটি পেজের পোস্ট শেয়ার করে বললেন, যারা পুজো বন্ধের কথা বলছেন, তারা পুজোর মাসে বোনাস আর অর্ধেক স্যালারি দান করুন নির্যাতিতার ফ্যামিলিকে মামলা লড়ার জন্য। তাহলেই সেটা সমাজের কাজে আসবে। দুর্গাপুজোও চলবে বিচারও হবে। তাই পুজো বন্ধের পোস্ট দিয়ে নিজের আবেগ মেটাবেন না।

গান বাঁধলেন অরিজিৎ
আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রথম থেকেই সরব অরিজিৎ সিং। সোশ্যাল মিডিয়ায় সোমবার রাত থেকেই ভাইরাল তাঁর এক ভিডিয়ো। তিনি গায়ক, তাই এবার গানে গানে করলেন প্রতিবাদ। গিটার নিয়ে ধরলেন গান। নিজে লিখলেন, নিজেই সেই গানে দিলেন সুর, দিলেন কণ্ঠ, মুহূর্তে তা ফ্যান পেজ থেকে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সকলেই গায়কের প্রশংসায় পঞ্চমুখ।
ফারহানের মজা

মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে স্ত্রী শিবানীর ছবি ভাগ করে নিয়েছেন অভিনেতা ফারহান আখতার। লিখেছেন, “শুভ জন্মদিন শু… আমার মনে হয় না, মাথার উপর এমন সাদা দোসা মেলে রেখে আর কাউকে এত সুন্দর লাগতে পারে। তুমি যতটা জানো, তার থেকেও বেশি ভালবাসি তোমাকে।” স্ত্রীর মাথায় কাউবয় হ্যাটকেই ধোসার সঙ্গে তুলনা! হ্বেসে কুটোপাটি সকলের।

পুলিশে অভিযোগ
সংবাদমাধ্যম বা সমাজমাধ্যমে হেনস্থার অভিযোগ নয়, এ বার সরাসরি পুলিশের কাছেই লিখিত অভিযোগ জানাতে চাইছেন চলচ্চিত্র জগতের নির্যাতিতারা। বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে দিয়েই এর সূচনা। জানা গিয়েছে, সোমবার তিনি কোচি সিটি পুলিশ কমিশনারের কাছে মালয়ালি পরিচালক রঞ্জিত বালকৃষ্ণনের বিরুদ্ধে যৌন হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ইস্তফা প্রেসিডেন্ট মোহনলালের
হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই মালায়লাম ইন্ডাস্ট্রিতে যেন শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি শ্রীলেখা মিত্র অভিযোগ করায় কেরল চলচ্চিত্র অ্যাকাডেমির চেয়ারম্যান পদ থেকে সরে যান রণজিৎ। এবার অ্যাসোসিয়েশন অব মালায়লাম মুভি আর্টিস্ট সংগঠনের সভাপতির পদ থেকে সরলেন মোহনলাল। যদিও তাঁর বিরুদ্ধে এমন কোনও অভিযোগ নেই।

‘বাড়িতে মেয়ে আছে’
ফের বিস্ফোরক কঙ্গনা রানাওয়াত। তাঁর রোষানল থেকে ছাড় পেলেন না বন্ধু অক্ষয়ও। এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, অক্ষয়ের দেওয়ার বেশ কিছু ছবির অফার ফেরান তিনি। এর পর সরাসরি তাঁকে ফোন করেন অক্ষয়। জিজ্ঞাসা করেন, “তোমার কি আমাকে নিয়ে কোনও সমস্যা আছে?” আর ঠিক তখনই কঙ্গনা বলেন, “না স্যর। আমার কোনও সমস্যা নেই। তবে যে চরিত্রগুলো আমার দেওয়া হচ্ছে তা মহিলাদের জন্য কি খুব সম্মানজনক? আপনি বোঝার চেষ্টা করুন, আপনার একটি মেয়ে আছে।

Follow Us: