WHAT INDIA THINKS TODAY 2024: নক্ষত্র সম্মানে সম্মানিত আরও দুই ক্রীড়াবিদ
নক্ষত্র সম্মানে সম্মানিত আরও দুই ক্রীড়াবিদ হারমিলান বেইনস এবং সিফট কউর সামরা। হারমিলান একজন প্রসিদ্ধ অ্যাথলিট এবং সিফট কউর প্রফেশনাল শুটার।
নক্ষত্র সম্মানে সম্মানিত আরও দুই ক্রীড়াবিদ হারমিলান বেইনস এবং সিফট কউর সামরা। হারমিলান একজন প্রসিদ্ধ অ্যাথলিট এবং সিফট কউর প্রফেশনাল শুটার। ১৫০০ মিটার দৌড়ানোর শক্তি কীভাবে পান হারমিলান? জানালেন তিনি। ফাঁস করলেন তাঁর জেতার যে খিদে, তার রহস্যও। কীভাবে একজন প্রফেশনাল শুটার হয়ে উঠলেন সিফট কউর সাম্রা, জানালেন তিনি।
Published on: Feb 25, 2024 11:14 PM