Atrocities Over Women: যোনিতে রক্তক্ষরণ, ছেঁড়া হয় চুল! কলকাতায় লোকশিল্পীর গলায় ব্লেড ঠেকিয়ে ধর্ষণ

Atrocities Over Women: যোনিতে রক্তক্ষরণ, ছেঁড়া হয় চুল! কলকাতায় লোকশিল্পীর গলায় ব্লেড ঠেকিয়ে ধর্ষণ

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Jul 16, 2022 | 4:52 PM

খাস কলকাতায় ভর দুপুরে ধর্ষণের মতো ঘটনা ঘটায় স্বাভাবিক ভাবেই প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা। স্থানীয়দের অভিযোগ, এই ডালপট্টি এলাকা হয়ে উঠেছে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য।

কলকাতা: ডাকা সত্ত্বেও কেন ভ্যানে এসে বসেননি? তারই প্রতিশোধ! ডালপট্টি থেকে ফেরার পথে ভ্যান চালকের লালসার শিকার হলেন এক বাউলশিল্পী। উল্টোডাঙা থানায় অভিযোগ দায়ের হওয়ার ৬ ঘণ্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত ভ্যান চালক দীপু দলুই।

নির্যাতিতার অভিযোগ, একদিন রাতে গান করে ফেরার পথে দীপু দলুই নামের ওই ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হয়। দীপু দলুই তাঁকে নিজের ভ্যানে এসে বসতে বলেন। রাজি হননি লোকশিল্পী। তারই শোধ, সাড়ে ৩ ঘণ্টা আধমরা করে চলল অকথ্য অত্যাচার। ক্ষতবিক্ষত হল যোনি। কেড়ে নেওয়া হয় হাতে ও কানে থাকা সোনার গয়নাও। বাড়ি ফিরেই থানায় গিয়ে অভিযোগ জানাতেই তৎপর হল পুলিশ। এফআইআরের ভিত্তিতে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়, চলছে জিজ্ঞাসাবাদ।

খাস কলকাতায় ভর দুপুরে ধর্ষণের মতো ঘটনা ঘটায় স্বাভাবিক ভাবেই প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা। স্থানীয়দের অভিযোগ, এই ডালপট্টি এলাকা হয়ে উঠেছে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য। পুলিশ এখানে সেভাবে কোনও নজরদারি চালায় না বলেও অভিযোগ এলাকাবাসীর।

Published on: Jul 16, 2022 04:32 PM