Jhargram News: নারকেল ফাটানো হয়, রাস্তা কোথায়?

Jhargram News: নারকেল ফাটানো হয়, রাস্তা কোথায়?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 21, 2023 | 9:17 PM

জোটেনি পাকা রাস্তা। এক হাঁটু কাদার মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়ায়, রাস্তার ওপর এক হাঁটু কাদা ,কোথাও আবার জমেছে জল। ভোগান্তির শিকার সাঁকরাইল ব্লকের পাকটিয়া,কালসেনা, ধোবাশোল গ্রামের বাসিন্দাদের।

জোটেনি পাকা রাস্তা। এক হাঁটু কাদার মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়ায়, রাস্তার ওপর এক হাঁটু কাদা ,কোথাও আবার জমেছে জল। ভোগান্তির শিকার সাঁকরাইল ব্লকের পাকটিয়া,কালসেনা, ধোবাশোল গ্রামের বাসিন্দাদের।বাড়ি থেকে বেরোনোই দায় নেই গ্রামের বাসিন্দাদের। গ্রামে ঢুকতেও চায়না অ্যাম্বুলেন্স, কেউ অসুস্থ হলে কাঁধে করে তুলে নিয়ে যেতে হয় প্রায় তিন কিলোমিটার পর্যন্ত পাকা রাস্তায়। দীর্ঘ 4-5 বছর ধরে রাস্তার হাল বেহাল। হাঁটু কাদা ভর্তি রাস্তা। নাকাল নিত্যযাত্রী‌ ও স্কুল পড়ুয়ারা। ভোট আসে ভোট যায় মেলে প্রতিশ্রুতি কিন্তু রাস্তা আর হয় না। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাকটিয়া গ্রাম থেকে ধোবাশোল গ্রাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার হাল বেহাল। হাঁটু কাদার মধ্য দিয়ে গ্রামবাসীদের নিত্যদিনের যাতায়াত। বৃষ্টির সময় চরম ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। ওই প্যাচপ্যাচে কাদা রাস্তার ওপর দিয়েই সাধারণ মানুষ ও স্কুল পড়ুয়াদের যাতায়াত। ঘটছে দূর্ঘটনা। নতুন রাস্তার দাবি এলাকাবাসীর। আবার গ্রামবাসীরা এও দাবি করেন কিছুদিন আগে ঘটা করে পথশ্রী প্রকল্পে রাস্তা হবে বলে নারকেল ফাটানো হয়। কিন্তু রাস্তা আদ ও হয়নি।।