Salman Khan News: পার্টিতে ন্যাড়া মাথা নিয়ে হাজির হলেন সলমন, কিন্তু কেন?

Salman Khan News: পার্টিতে ন্যাড়া মাথা নিয়ে হাজির হলেন সলমন, কিন্তু কেন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 21, 2023 | 9:59 PM

এই মুহূর্তে বলিউড থেকে দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রি—সর্বত্রই ন্যাড়া মাথার চল। মাস কয়েক আগেই 'জওয়ান' ছবির প্রিভিউ-এ ন্যাড়া মাথায় দেখা গিয়েছে শাহরুখ খানকে। এবার সলমনকেও দেখা গেল একই ট্রেন্ডে গা ভাসাতে।

সলমনের ন্যাড়া মাথা!
এই মুহূর্তে বলিউড থেকে দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রি—সর্বত্রই ন্যাড়া মাথার চল। মাস কয়েক আগেই ‘জওয়ান’ ছবির প্রিভিউ-এ ন্যাড়া মাথায় দেখা গিয়েছে শাহরুখ খানকে। এবার সলমনকেও দেখা গেল একই ট্রেন্ডে গা ভাসাতে। কেন এই লুক? নতুন ছবির শুটিং? ভক্তদের মন এখন এই প্রশ্নেই তোলপাড়।

বিজেপিতে এলভিশ?
ইউটিউবার এলভিশ যাদবের জনপ্রিয়তা এই মুহূর্তে তুঙ্গে। ‘বিগবস’ জিতেই দেখা করেছেন তাঁর রাজ্য হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের সঙ্গে। এরপরেই প্রশ্ন উঠেছে, তবে কি এবার বিজেপিতে এলভিশ? তাঁর এই জনপ্রিয়তাকেই কি এবার তুরুপের তাস করতে চাইছে ভারতীয় জনতা পার্টি? যদিও এলভিশ জানিয়েছেন, এ নিয়েও আপাতত কোনও সিদ্ধান্ত নেননি তিনি। তবে আগামী দিনে কী হতে পারে, কে জানে!

পিতৃহারা পঙ্কজ ত্রিপাঠি
বাবাকে হারালেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। ৯৯ বছর বয়সে মারা গেলেন তাঁর বাবা বেনারস তিওয়ারি। উত্তরাখণ্ডে শুটিং করছিলেন অভিনেতা। খবর পাওয়ামাত্রই উত্তরাখণ্ড ছেড়ে বিহারে নিজের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পঙ্কজ।

কেন আজও অবিবাহিত সুস্মিতা?
মাত্র ২৪ বছর বয়সে প্রথম সন্তান রেনেকে দত্তক নিয়েছিলেন ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেন। ২০১০ সালে আলিশাকেও দত্তক নেন তিনি। দুই সন্তানের মা সুস্মিতার জীবনে এসেছে অনেক পুরুষ। কিন্তু ৪৭ পার করলেও এখনও পর্যন্ত বিয়ে করেননি তিনি। প্রাক্তন ‘মিস ইউনিভার্স’ জানিয়েছেন তাঁর দুই মেয়ে, রেনে ও আলিশা জীবনে বাবার অস্তিত্ব চায় না। মাকে নিয়েই খুশি তাঁরা।

লুকিয়ে বিয়ে তেজস্বী-করণের?
শোনা গিয়েছিল, খুব শ্রীঘ্রই চার হাত এক হবে অভিনেত্রী তেজস্বী প্রকাশ ও অভিনেতা করণ কুন্দ্রার। তবে তারই মাঝে শোনা যাচ্ছে, নতুন গুঞ্জন। সম্প্রতি ইজরায়েলের কনসাল জেনারেল তেজস্বীকে করণের স্ত্রী হিসেবে সম্বোধন করেছেন। তবে কি বিবাহিত তাঁরা? এই নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।

ক্ষোভ উগরে দিলেন আদিল
চলছে বিবাহ বিচ্ছেদের মামলা। সঙ্গে চলছে কাদা ছোড়াছুড়ির পর্বও। এবার পাল্টা রাখি সাওয়ান্তের নামে প্রতারণা ও প্রাক্তন স্বামীর সঙ্গে সহবাসের অভিযোগ আনলেন বর্তমান স্বামী আদিল খান। এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে রাখীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি।

মুখ খুললেন জিয়া শঙ্কর
‘বিগ বস OTT ২’ শেষ। আর ‘বিগ বস’-এর ঘর থেকে বের হয়েই প্রতিযোগী জাদ হাদিদ-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রতিযোগী জিয়া শঙ্করের। সম্প্রতি এক সাক্ষাৎকারে জিয়া বলেছেন, “জাদের স্পর্শ ভীষণই অস্বস্তিকর ছিল। তবে আমি বলে উঠতে পারিনি।”

ঝামেলা নিয়ে মুখ খুললেন দিব্যজ্যোতি
টিআরপিতে অধিকাংশ সময় প্রথম স্থান অধিকারী ‘অনুরাগের ছোঁয়া’র দুই প্রধান চরিত্র সূর্য-দীপা ওরফে দিব্যজ্যোতি দত্ত ও স্বস্তিকা ঘোষ। তাঁদের ঝামেলা নিয়ে এই মুহূর্তে টেলিপাড়ায় চলছে নানা রটনা। এ নিয়ে TV9 বাংলাকে দিব্যজ্যোতি বললেন, “বন্ধুদের মধ্যে আড়ি-ভাব লেগেই থাকে। ঝামেলা যদি হয়েও থাকে, তবে তা ঠিকও হয়ে যাবে।”

সোজাসাপটা স্বস্তিকা
তোয়ালে জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বেশ কয়েকটি সেলফি পোস্ট করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। শুধু কি তাই? একই সঙ্গে দিলেন এক বার্তা। শরীর নিয়ে ছুঁৎমার্গ নেই তাঁর। তিনি লিখলেন, “মিরর সেলফি তুললাম। ৪০ বছর বয়সে আমার স্তন যেমন হওয়া উচিত, সে ভাবেই তাকে অভ্যর্থনা জানাচ্ছি।”