Paschim Medinipur ICDS News: আজব অঙ্গনওয়াড়ি!
আজব আইসিডিএস কেন্দ্র, নেই ঘর, নেই রান্নার জায়গা,জন্মলগ্ন থেকে বন্ধ পড়াশোনা।অভিভাবকদের দাবি, ত্রিপল টাঙ্গিয়ে তো কখনো খোলা আকাশের নিচে হয় রান্না, তাই খাবার নিতেও ভয় করে তারা।
আজব আইসিডিএস কেন্দ্র, নেই ঘর, নেই রান্নার জায়গা,জন্মলগ্ন থেকে বন্ধ পড়াশোনা।অভিভাবকদের দাবি, ত্রিপল টাঙ্গিয়ে তো কখনো খোলা আকাশের নিচে হয় রান্না, তাই খাবার নিতেও ভয় করে তারা। ছবিটা একেবারেই অন্যরকম, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মান্দারিয়া ১১০ নম্বর আইসিডিএস সেন্টার, এই সেন্টার থেকে প্রতিনিয়ত, প্রস্তুতি মা থেকে শিশু প্রায় ৮০ জনের রান্না হয়,প্রায় ২০ বছর ধরেও ফিরলো না আইসিডিএস কেন্দ্রের হাল। আইসিডিএস এর কর্মী রেহানা পারভীন জানান তিনি ১৬,১৭ বছর এই সেন্টারের দায়িত্বে আছেন, প্রথম থেকেই খোলা আকাশের নিচে এইভাবেই ত্রিপল টাঙিয়ে চলে সেন্টার। স্কুল বিল্ডিং না থাকায় বন্ধ পড়ুয়াদের পঠন পাঠন। এলাকাবাসীর দাবি বিল্ডিং না থাকায় গ্রামের ওদের কোন পড়াশোনা হয় না, কেবলমাত্র খাবার দেওয়া হয় এই সেন্টার থেকে তাও ভয় লাগে খাবার নিতে, কারণ খোলা জায়গায় খাবার তৈরি হচ্ছে সেই খাবার শিশুদের খাওয়াতেও ভয় লাগে বলে দাবি এলাকাবাসির। কেন এমন হাল, কবে হবে আইসিডিএস সেন্টার? ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন আইসিডিএস সেন্টারটি সম্পর্কে তিনি খোঁজ নেবেন এবং দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া যায় তা তিনি দেখবেন।