BJP MP: ২৪ এ টিকিট পাবে না অনেক বিজেপি সাংসদ!

BJP MP: ২৪ এ টিকিট পাবে না অনেক বিজেপি সাংসদ!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 23, 2023 | 12:10 PM

Loksabha Election 2024: লোকসভা নির্বাচনে প্রার্থী পদে এবার বিধায়করাও সুযোগ পেতে পারেন। প্রাক্তন বয়স্ক বিধায়কদের রাজ্যসভার সাংসদ করা হতে পারে।

ভারতীয় রাজনীতিতে একটা পুরনো প্রবাদ আছে, ‘উত্তরপ্রদেশ যার দিল্লি তার’। ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় উত্তরপ্রদেশের সাংসদের সংখ্যা ৮০। উত্তরপ্রদেশে লোকসভা নির্বাচনী প্রস্তুতি শুরু করল বিজেপি। মজবুত জনসংযোগ ও স্বচ্ছ ভাবমূর্তি আছে এমন প্রার্থীকে টিকিট দেবে বিজেপি। ২০১৯ এ ৬২টি আসন জেতে বিজেপি। জয়ী সাংসদদের ১/৪র্থ বাদ পড়তে পারে এবার। বাদ পড়তে পারেন কিছু কেন্দ্রীয় মন্ত্রীও। এছাড়া ৭৫ বছরের বেশি বয়সী এমপিরাও বাদ পড়তে চলেছেন। বাদ পড়বেন জিতেও যে সাংসদরা জনবিচ্ছিন্ন, তাঁরা। নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরির আগে এই বিষয়ে নজর দেবে রাজ্য নেতৃত্ব। ইউপির বিজেপি বিধায়ক ও মন্ত্রীদের একটি তালিকা তৈরির নির্দেশ দেন যোগী আদিত্যনাথ। লোকসভা নির্বাচনে প্রার্থী পদে এবার বিধায়করাও সুযোগ পেতে পারেন। প্রাক্তন বয়স্ক বিধায়কদের রাজ্যসভার সাংসদ করা হতে পারে।