Hema Malini, Bollywood Gossips: ছবি তোলার জন্য আচমকাই জোরাজুরি, আর তারপরেই হেমার সঙ্গে এ কী ঘটল!

Hema Malini, Bollywood Gossips: ছবি তোলার জন্য আচমকাই জোরাজুরি, আর তারপরেই হেমার সঙ্গে এ কী ঘটল!

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Aug 22, 2024 | 11:03 PM

Hema Malini: একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। এক অনুষ্ঠানের হাজির হয়েছিলেন বছর ৭৫-এর হেমা মালিনী। তাঁর সঙ্গে ছবি তোলার জন্য আচমকাই উপস্থিত এক মহিলা তাঁর কাঁধে হাত দিয়ে খানিক টানের হেমাকে। ভিডিয়োতে স্পষ্ট, গোটা ঘটনায় চরম অস্বস্তি বোধ করেন হেমা। বিরক্ত হন। সেই মহিলাকে হাত সরিয়ে নিতেও বলেন। যদিও হেমার কথা সেই মহিলা মেনে নেন তবু প্রশ্ন, ‘কেউ যদি না চান, তবে কি এরকমটা করা যেতে পারে?'

হেমাকে জোর করে ছোঁয়ার চেষ্টা!
একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। এক অনুষ্ঠানের হাজির হয়েছিলেন বছর ৭৫-এর হেমা মালিনী। তাঁর সঙ্গে ছবি তোলার জন্য আচমকাই উপস্থিত এক মহিলা তাঁর কাঁধে হাত দিয়ে খানিক টানের হেমাকে। ভিডিয়োতে স্পষ্ট, গোটা ঘটনায় চরম অস্বস্তি বোধ করেন হেমা। বিরক্ত হন। সেই মহিলাকে হাত সরিয়ে নিতেও বলেন। যদিও হেমার কথা সেই মহিলা মেনে নেন তবু প্রশ্ন, ‘কেউ যদি না চান, তবে কি এরকমটা করা যেতে পারে?’

হাসপাতালে ভর্তি দেবের বাবা

বিদেশ থেকে কলকাতায় ফিরতেই তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হল অভিনেতা তথা সাংসদ দেবকে। বুধবার রাতে হাসপাতালে ভর্তি করানো হয়েছে নায়কের বাবাকে। হার্টের সমস্যার কারণে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। বৃহস্পতিবার সকালে বাবাকে দেখতে হাসপাতালে পৌঁছে ছিলেন দেব এবং রুক্মিণী মৈত্র। তবে ভয়ে পাওয়ার কিছু হয়নি এটাই শোনা গিয়েছে।

দেশে ফিরছেন অনুষ্কা

ছেলে অকায়ের জন্মানোর পর থেকে মুম্বইয়ে একবারের জন্যও দেখা যায়নি অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। এমনকি ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পর লন্ডনে স্ত্রী ছেলে-মেয়ের কাছে পাড়ি দিয়েছিলেন বিরাট কোহলি। তার পর অনেকেরই মনে হয়েছিল আর দেশে ফিরবেন না অনুষ্কা এবং বিরাট। তবে শোনা যাচ্ছে শীঘ্রই নাকি দেশে ফিরবেন নায়িকা। তাঁর সঙ্গে দেখা করার সুযোগও নাকি পাবেন ভক্তেরা।

যৌন হেনস্থার শিকার স্যান্ডি

ইউটিউবার স্যান্ডি সাহাকে নিয়ে আলোচনার শেষ নেই কোনও দিন। আরজি কর কাণ্ডের পর এখনও পর্যন্ত সে ভাবে কিছু বলতে শোনা যায়নি স্যান্ডিকে। এই উত্তপ্ত পরিবেশের মাঝে নিজের পুরনো দিনে ফিরে গেলেন স্যান্ডি। তাঁকেও যে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে সে কথাই জানালেন তিনি। এই পরিস্থিতিতে তাঁর এখন মনে হয় সে সময় যদি তিনিও মুখ খুললতেন তাহলে ন্যায় বিচার পেতেন।

সরব ইমন

রাজ্যের এই পরিস্থিতিতে মঞ্চে উঠে গান? শিল্পীদের কটাক্ষ করতে ব্যস্ত যখন একশ্রেণি, তখনই সরব হলেন ইমন চক্রবর্তী। বললেন, ‘আমরা অনুষ্ঠানটা করছি কারণ এটা আমাদের কাজ। আমাদের শিল্পীদের কাজ। তাই কোনও বক্তব্য রাখার আগে আমরা যদি একটু সহানুভুতিশীল হই, আমার মনে হয় সেটা সকলের জন্যই ভাল। আপনারাও ভাল থাকুন, শিল্পীদেরও ভাল থাকতে দিন।’

স্বস্তিকার সাফাই
২৭ অগস্ট নবান্ন অভিযানে ছাত্ররা। সত্যি কি ছাত্ররা এই ডাক দিয়েছে? রাজনৈতিক ফাঁদ থেকে সতর্ক হতে বলে ট্রোল্ড স্বস্তিকা মুখোপাধ্যায়। তারই উত্তর দিতে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘যাচাই করতে বলেছি। যাচাই, অন্ধের মতন যে যা বলছে তাতে বিশ্বাস করতে না বলা মানে আন্দোলন কে সমর্থন করছি না নয়।’

সোচ্চার শিলাজিৎ
গায়ক শিলাজিৎ মজুমদার এবার গানে গানে সুর চড়ালেন তিলোত্তমার বিচার চেয়ে। বললেন, ‘যদি ভাবো গিটারটা শুধু কাঁধে কাঁধে ঘুরে যাবে, যদি ভাবো সব শুনে, সব বুঝে পাশ ফিরে শোবে, ভুল করছ!! এই গিটারটা বন্দুক হয়ে যেতে পারে…যদি ভয় দেখাও নীল আকাশটা লালে লাল হয়ে যেতে পারে….যদি চোখ রাঙাও!’

খোঁজ মিলল ফেরদৌসের
বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর খোঁজ মিলছিল না আওয়ামী লীগ সদস্য ও প্রাক্তন সংসদ সদস্য ছিলেন অভিনেতা ফেরদৌস আহমেদের! কোথায় তিনি? উঠেছিল নানা প্রশ্ন। এও রটে ঘনিষ্ঠ বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়িতে নাকি আশ্রয় নিয়েছেন তিনি। এতদিনের নীরবতার পর অবশেষে খোঁজ মিলল তাঁর। এল বার্তা। ২০ অগস্ট বাংলাদেশের শিল্পীদের এক হওয়ার ডাক দিয়ে একটি পোস্ট করেন। তার পর ২১ অগস্ট আবারও একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। যেখানে আওয়ামি লিগের উত্থান নিয়ে এক বার্তা দেন তিনি।

গর্জে উঠলেন মিমি

মিমি চক্রবর্তীকে দেওয়া হয়েছে ধর্ষণের হুমকি। পাল্টা পুলিশের অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর কথায়, ” কাপুরুষের দল, আমায় গালাগাল করে কোনও লাভ হবে না। আমাকে থামানো যাবে না। আমাকে হুমকি দিয়ে লাভ নেই। আমি নির্ভীক হয়েই জন্মেছি। আমাদের মেয়েরা-বোনেরা সকলেই এমন নির্ভীক। আমাদের মেয়েদের বিরুদ্ধে যারা, তাদের সকলের বিরুদ্ধে এই লড়াই। ওরা ভাবে ওরাই বেশি শক্তিশালী লিঙ্গ এবং আমাদের নিয়ন্ত্রণ করতে পারবে।”