Bride Beaten in Marriage Reception: কনেযাত্রী বেশি, বিয়েবাড়িতে হুলস্থূল!
Birbhum: অন্তদিকে কনের বাড়ি দুবরাজপুরের সিমুলিয়া গ্রামে৷ গতকাল শেখ রসিদের মেয়ের সঙ্গে কালো শেখের ছেলের বিয়ে ছিলো। ব
কোণে যাত্রী বেশি যাওয়ার কারণে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে মারামারিতে আহত হলেন ১০ জন, গ্রেফতার বরসহ পাঁচজন ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গিয়েছে বরের বাড়ি সদাইপুর থানার গুমসিমা গ্রামে। অন্তদিকে কনের বাড়ি দুবরাজপুরের সিমুলিয়া গ্রামে৷ গতকাল শেখ রসিদের মেয়ের সঙ্গে কালো শেখের ছেলের বিয়ে ছিলো। বরপক্ষ ৬০ জন বরযাত্রী নিয়ে যায়। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর বাড়ি ফিরে বরপক্ষ জানিয়ে দেয় মেয়ের বাড়ি থেকে কোনো কনেযাত্রী না আসে। পরে অবশ্য দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে ঠিক হয় ২৫ জন কনেযাত্রী যাবেন। কিন্তু আজ ৩০ জন কনেযাত্রী যান। এনিয়ে দুপক্ষের মধ্যে বচসা ও পরে কেন পক্ষকে মারধর করা হয়। আহত হন ১০ জন। তাদের প্রথমে দুবরাজপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ৫ জনকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য রেফার করা হয়। সদাইপুর থানার পুলিশ এই ঘটনায় পাঁচ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং তোলা হয়েছে বীরভূমের সিউড়ি আদালতে। তাদের বিরুদ্ধে 341/323/325/326/354/307/506/34 IPC ধারায় মামলার অজু করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম গ্রেপ্তার সেখ আতিকুল, সেখ কালো,সেখ বাদশা ,সেখ আনিসুর।