Post Pole Violence: থমথমে গ্রাম, ঘরছাড়াদের  ডেরায়

Post Pole Violence: থমথমে গ্রাম, ঘরছাড়াদের ডেরায়

TV9 Bangla Digital

| Edited By: Sneha Sengupta

Updated on: Jul 17, 2023 | 5:10 PM

Howrah: তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি অশান্তির উস্কানি দিয়েছেন পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন। কী বলছেন এলাকার তৃণমূল বিধায়ক গুলশন মল্লিক? তাঁর মতে কোথায় ফরোয়ার্ড ব্লক সবাই তো তৃণমূল।

নির্বাচন পরবর্তী হিংসায় উত্তপ্ত গ্রামীণ হাওড়া। জালালসি এলাকায় তৃণমূল ও ফরোয়ার্ড ব্লকের হিংসার ঘটনায় ঘরছাড়া ফরোয়ার্ড ব্লকের একধিক সমর্থক। তাঁদের দাবি তাঁদের নামে মিথ্যা মামলা করেছে শাসক দল। ঘর বাড়ি, কারখানা ছেড়ে গ্রামবাসীদের দিন গুজরান এখন বনজঙ্গলের গোপন ডেরায়। মহিলারা চলে গেছেন আত্মীয়ের বাড়িতে। বিরোধীদের বাড়ি ঘর ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেঙে গুঁড়িয়ে দিয়েছে শাসক দল। দামি মেশিনপত্র সহ একটি এমব্রয়েডারির কারখানাও হিংসার বলি হয়েছে। কেবলমাত্র তৃনমূল ছেড়ে ফরোয়ার্ড ব্লকে যোগ দিতেই তাঁদের নামে মিথ্যা মামলা সাজানো হয়েছে অভিযোগ এক নাম প্রকাশে অনিচ্ছুক পলাতকের। স্থানীয় তৃনমূলের অভিযোগ এক শেখ আলি রুস্তম নামের ব্যক্তিকে উত্তম মধ্যম দেন বর্তমানে ঘরছাড়া ফরওয়ার্ড ব্লক কর্মীরা। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি অশান্তির উস্কানি দিয়েছেন পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন। কী বলছেন এলাকার তৃণমূল বিধায়ক গুলশন মল্লিক? তাঁর মতে কোথায় ফরোয়ার্ড ব্লক সবাই তো তৃণমূল। তিনি বলছেন কেউ ঘরছাড়া নেই।

Published on: Jul 17, 2023 05:06 PM