Panchayat Election 2023: তৃণমূল প্রার্থীর প্রচারে ক্যানসার ও পরিবেশ
বাগনানের খালোড়ে ৯৫ নম্বর বুথে তৃনমূল কংগ্রেসের গ্রাম সভার প্রার্থী ২৪ বছরের ঝিন্দন প্রধান। পরিবেশকর্মী ঝিন্দন সক্রিয় ভাবে যুক্ত পরিবেশ আন্দোলনের সঙ্গে। ঝিন্দনের নির্বাচনী প্রচারে উঠে আসছে বন্যপ্রান উদ্ধার থেকে পরিবেশ দূষণ প্রসঙ্গ।
বাগনানের খালোড়ে ৯৫ নম্বর বুথে তৃনমূল কংগ্রেসের গ্রাম সভার প্রার্থী ২৪ বছরের ঝিন্দন প্রধান। পরিবেশকর্মী ঝিন্দন সক্রিয় ভাবে যুক্ত পরিবেশ আন্দোলনের সঙ্গে। ঝিন্দনের নির্বাচনী প্রচারে উঠে আসছে বন্যপ্রান উদ্ধার থেকে পরিবেশ দূষণ প্রসঙ্গ। একই সঙ্গে নিজের বুথের বাইরে গিয়ে এই সচেতনতা প্রসার করছেন প্রথমবার নির্বাচনী ময়দানে নামা এই প্রার্থী। ছোটবেলায় মাকে হারিয়েছেন ক্যানসারে। ক্যানসার নিয়েও তাই কাজ করেন এই মেয়ে। এই বছরই নিজের এক মাথা লম্বা চুল কেটে তিনি দান করেছেন ক্যানসার আক্রান্ত রোগীদের জন্য। এরই মধ্যে পাশের বুথে রাজ্যপ্রাণী বাঘরোলকে বাঘ ভেবে আতঙ্ক ছড়ায়। ভোটের প্রচারের ব্যস্ততার মধ্যেই ছুটে যান ঝিন্দন। ষেই গ্রামের বাসিন্দাদের বোঝান রাজ্যপ্রাণীর গুরুত্ব। নির্বাচনে জিতলে গ্রামের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করবে তাঁর পঞ্চায়েত। গ্রামবাসীর জন্য ফলের বাগান তৈরি করবেন। যে বাগানের ফল খেতে পারবে পশু পাখিরাও।