Panchayat Election 2023: নদীর জন্য নদিয়ায় নির্বাচনে

Panchayat Election 2023: নদীর জন্য নদিয়ায় নির্বাচনে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 02, 2023 | 9:53 PM

প্রথমবার পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে নদীর জন্য প্রার্থী হয়েছেন তারক ঘোষ। মাদল চিহ্নে নদীর জন্য ভোট দিতে বলছেন তারক।

সত্যজিতের অপুর সংসারের অনেকেটার শ্যুট হয়েছিল এই জলঙ্গীর পাড়ে। জীবনানন্দ দাসের কবিতায় আছে এই জলঙ্গী। আর আজ মানুষের অত্যাচারে, দূষণে, দখলদারিতে বিপন্ন জলঙ্গী। চুরি হয়ে যাচ্ছে নদীর চর, জল, মাছ। আর এই বিষয় গুলো নিয়ে প্রথমবার পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে নদীর জন্য প্রার্থী হয়েছেন তারক ঘোষ। মাদল চিহ্নে নদীর জন্য ভোট দিতে বলছেন তারক। পেশায় কৃষক তারকের চাষ নষ্ট হয়েছে নদীর দূষণে। তাই পরিযায়ী শ্রমিক হয়ে রং মিস্ত্রির কাজ করেন এখন। তবে এবারের নির্বাচনে নদী ও তার সঙ্গে যুক্ত বাস্তুতন্ত্রের ধ্বংস হয়ে যাওয়া নিজের জীবন দিয়ে অনুভব করে এই পরিবেশকর্মী নির্বাচন লড়ছেন। বিশ্বে পরিবেশ আন্দোলন রাজনীতিকে সরাসরি প্রভাবিত করছে। সাম্প্রতিক কালে ব্রাজিলের নির্বাচন তারই উদাহরণ। তারকবাবুর ঘটনা কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকবে? নাকি পথ দেখাবে নদিয়া? যার নামের উদ্ভব নদী থেকেই।