Salman Khan News: প্রতিযোগীদের আচরণে ক্ষুব্ধ সলমন, ‘বিগ বস’ ছাড়ছেন?
বিগ বস ওটিটি সিজ়ন ২ প্রতিযোগীদের ওপর মেজাজ হারালেন সলমন খান। 'এটা পারিবারিক শো', প্রতিযোগীদের আচরণ দেখে ক্ষুব্ধ হয়ে জানান ভাইজান। রেগে গিয়ে বলেন, 'আমার কাছে ক্ষমা চাইবার প্রয়োজন নেই। আমি এই শো ছাড়ছি।'
সৃজিতকে খোঁচা দেবের?
এ যাবৎ সৃজিত যতবারই তাঁর ব্যোমকেশ নিয়ে পোস্ট করেছেন ততবারই লিখেছেন, ‘ওনলি মাই ওন টার্মস’। এবার তাঁকেই কটাক্ষ দেবের! অন্তত দেবের পোস্ট দেখে এমনটাই মনে করছেন নেটিজেনরা। টলিপাড়ার নতুন ব্যোমকেশ দেব, বিরসা দাশগুপ্তের টিজার শেয়ার করে লেখেন,”আমাদের কোনও টার্মস অ্যান্ডস কন্ডিশনস নেই…”।
নবনীতার বিতর্কিত পোস্ট
নবনীতা দাস ও জিতু কামালের দাম্পত্য ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, তা নিয়ে জল্পনা অব্যাহত। নিত্য নতুন পোস্ট করছেন দু’জনে। এরই মধ্যে ফের বিতর্কিত পোস্ট নবনীতার। নিজের এক আবছা ছবি শেয়ার করে লিখলেন,”কিছু জিনিস আবছা থাকাই শ্রেয়। তাতেই জীবন আরও পরিস্কার হয়। ”
সৃজিতের ছবিতে দিতিপ্রিয়া
সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এবার কাজ করতে চলেছেন দিতিপ্রিয়া রায়। ‘রাজকাহিনি’তে একটি চরিত্রে দিতিপ্রিয়াকে দেখা গেলেও সৃজিতের ফ্রেমে কেন্দ্রীয় চরিত্র হয়ে ওঠা এই প্রথম। অগ্নিকন্যা বীণা দাসের বায়োপিকে অভিনয় করবেন পর্দার রানিমা।
ট্রোলের শিকার ঐন্দ্রিলা
সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ঐন্দ্রিলা সেন মাঝে মধ্যেই ছবি পোস্ট করে থাকেন। স্বাস্থ্যকর চেহারা থেকে দিন দিন স্লিম হচ্ছেন তিনি। এবার তার জেরেই কটাক্ষের শিকার অভিনেত্রী। নেটিজ়েনদের মত, ঐন্দ্রিলা আগেই ভাল ছিলেন।
বিগ বস ছাড়ছেন সলমন?
বিগ বস ওটিটি সিজ়ন ২ প্রতিযোগীদের ওপর মেজাজ হারালেন সলমন খান। ‘এটা পারিবারিক শো’, প্রতিযোগীদের আচরণ দেখে ক্ষুব্ধ হয়ে জানান ভাইজান। রেগে গিয়ে বলেন, ‘আমার কাছে ক্ষমা চাইবার প্রয়োজন নেই। আমি এই শো ছাড়ছি।’
পিছিয়ে গেল অ্যানিমাল ছবির মুক্তি
১১ অগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল রণবীর কাপুরের আগামী ছবি ‘অ্যানিমাল’-এর। এখানেই অভিনয় করতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে। তবে ছবির মুক্তি নিয়ে এবার বলিউডে ধোঁয়াশা। হঠাৎই সামনে এল ছবির মুক্তি পিছিয়ে যাওয়ার খবর। কবে মুক্তি, তার উত্তরও মেলেনি এখনও।
‘ডন থ্রি’-তে নেই শাহরুখ
‘ডন থ্রি’ ছবি থেকে সরে গেলেন শাহরুখ খান? বেশ কয়েক বছর ধরেই এই ছবির খবর নেটিজ়েনদের চর্চায় জায়গা করে নিয়েছে। তবে এই ছবিতে থাকছেন না শাহরুখ খান। বদলে অভিনয় করবেন রণবীর সিং। খবর সামনে আসতেই প্রতিবাদ কিং ভক্তদের।
কবে বিয়ে অনন্যার?
অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কের জড়িয়েছেন অনন্যা পাণ্ডে, এমনই জল্পনা বলিউডের সর্বত্র। তবে বিয়ের পিঁড়িতে বসছেন কবে? এই প্রশ্ন করতেই সপাট উত্তর দেন অনন্যা পাণ্ডে। তিনি এখন কেরিয়ারেই নজর দিতে চান। বিয়ে নিয়ে ভাবার বয়স এটা নয় বলেন জানান অনন্যা।
আবারও এক দিশা টাইগার?
দীর্ঘ এক বছর পর একসঙ্গে টাইগার শ্রফ ও দিশা পাটানি। একদা সম্পর্কে থাকা এই জুটির বিচ্ছেদের খবর ছড়িয়েছিল রাতারাতি, তবে এবার তাঁরা একসঙ্গে দিল্লি উড়ে গেলেন। রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিলেন একসঙ্গে। কেবল এক বিমানে যাওয়াই নয়, অনুষ্ঠানে পাশে বসে গল্প-গুজবও সারলেন। ছবি ভাইরাল হতেই ভক্তদের প্রশ্ন, তবে কি তাঁরা এক হচ্ছেন?