Panchayat Election 2023: 'নির্বাচনে নষ্ট হবে পরিবেশ', আশঙ্কা সবুজ মঞ্চের

Panchayat Election 2023: ‘নির্বাচনে নষ্ট হবে পরিবেশ’, আশঙ্কা সবুজ মঞ্চের

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 02, 2023 | 10:11 PM

ভূগর্ভস্থ জলের অবৈধ ভাবে ব্যবহার, গ্রামীণ এলাকায় বেলাগাম ও অবৈধ ভাবে শিল্প স্থাপন, গ্রামীণ এলাকার পরিবেশ, বাতাস, জল ও মাটি দূষণ সহ একগুচ্ছ বিষয় নিয়ে পরিবেশ বান্ধব পঞ্চায়েত নিয়ে ইস্তেহার প্রকাশ করল সবুজ মঞ্চের রাজ্য কমিটি।

ভূগর্ভস্থ জলের অবৈধ ভাবে ব্যবহার, গ্রামীণ এলাকায় বেলাগাম ও অবৈধ ভাবে শিল্প স্থাপন, গ্রামীণ এলাকার পরিবেশ, বাতাস, জল ও মাটি দূষণ সহ একগুচ্ছ বিষয় নিয়ে পরিবেশ বান্ধব পঞ্চায়েত নিয়ে ইস্তেহার প্রকাশ করল সবুজ মঞ্চের রাজ্য কমিটি। একই দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পঞ্চায়েত নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল এই পরিবেশ সংগঠন। তাঁদের বক্তব্য রাজনৈতিক দলগুলো দৃষ্টি দেয় না এই দিকে। পরিবেশ কর্মীরা তুলে ধরছেন কিছু তথ্য। ভোটারদের আবেদন করছেন তাঁরা যেন জন প্রতিনিধিদের চাপ দেন এই বিষয়ে। পশ্চিমবঙ্গে গ্রামের সংখ্যা ৪১,৪৬১ । তাঁর মধ্যে কঠিন বর্জ্য অপসারণ হয় ১১৯ টি গ্রামে। বাংলার গ্রামীণ মানুষের ৯২% পরিবেশ দূষণে ক্ষতিগ্রস্ত। নলবাহিত পরিশোধিত পানীয় জলের সুবিধা পায় মাত্র ২৯.৩৫ % পশ্চিমবঙ্গবাসী। পঞ্চায়েত নির্বাচনের প্রচার এবং নির্বাচন শেষে ফল ঘোষণার সময়ে নির্বাচন কমিশনের যে গাইডলাইন তাতে খুশি নন পরিবেশ কর্মীরা। তাঁদের আশঙ্কা পঞ্চায়েত নির্বাচনে মারাত্মক ভাবে ক্ষতি হবে গ্রামীণ পরিবেশের। পরিবেশ কর্মীরা পঞ্চায়েত দফতর, ইলেকশন কমিশন ও রাজনৈতিক দলগুলির কাছেও পাঠিয়েছেন এই ইস্তেহার।