Chandannagar Smart Helmet: স্মার্ট হেলমেট! তাক লাগাল চন্দননগরের ছাত্র

Chandannagar Smart Helmet: স্মার্ট হেলমেট! তাক লাগাল চন্দননগরের ছাত্র

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 24, 2023 | 3:56 PM

মূলত যারা বাইকার তাদের জন্য এমনই স্মার্ট হেলমেট তৈরী করে ফেলেছে সৌভিক শেঠ।চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির স্কুলের নবম শ্রেনীর ছাত্র সৌভিক।এই হেলমেট বানিজ্যক ভাবে বাজারে আনতে চায় জুন মাসে।সৌভিক জানায় সাধারন হেলমেটের মাথায় সোলার প্যানেল বসিয়ে সোলার এনার্জিকে ধরে ব্যাটারির মাধ্যমে এই প্রযুক্তি কাজ করবে

হেলমেট থেকেই দেওয়া যাবে মোবাইল চার্জ,ফোনে কথাও বলা যাবে,দূর থেকে দেখার সুবিধায় লাইট জ্বলবে।মূলত যারা বাইকার তাদের জন্য এমনই স্মার্ট হেলমেট তৈরী করে ফেলেছে সৌভিক শেঠ।চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির স্কুলের নবম শ্রেনীর ছাত্র সৌভিক।এই হেলমেট বানিজ্যক ভাবে বাজারে আনতে চায় জুন মাসে।সৌভিক জানায় সাধারন হেলমেটের মাথায় সোলার প্যানেল বসিয়ে সোলার এনার্জিকে ধরে ব্যাটারির মাধ্যমে এই প্রযুক্তি কাজ করবে।ব্লু টুথ ডিভাইস এর মাধ্যমে ফোন ধরা কথা বলার পাশাপাশি মোবাইল চার্জ দেওয়া যাবে হেলমেটে থাকা পাওয়ার ব্যাংকের মাধ্যমে।বাইক চালানোর সময় দূর থেকে যাতে দেখতে সুবিধা হয় তারজন্য এক্সিডেন্ট সেফটি লাইট থাকছে।হেলমেটে এই প্রযুক্তি বসলেও ওজন খুব একটা বাড়বে না বলে জানান,দীপতনু মুখোপাধ্যায়।দীপতনু সৌভিকের মেন্টর।স্মার্ট হেলমেটের দাম হবে এক থেকে দের হাজার টাকা।ইতিমধ্যে পেটেন্ট নেওয়ার জন্য আবেদন করেছে সৌভিক।বাজার চলতি এমন সব ইলেকট্রনিকস যন্ত্রাংশ ব্যবহার করে স্মার্ট হেলমেট তৈরী করায় গর্বিত সৌভিকের মা সোমা ও বাবা স্বরূপ শেঠ।বাবা ভদ্রশ্বরের জুটমিলের শ্রমিক।ছোটো বেলা থেকে ছেলের এই ধরনের কাজের আগ্রহে পাশে থেকেছেন।স্মার্ট হেলমেট তৈরী করে কর্ম সংস্থানের সুযোগ তৈরী করতে চায় ছেলে সৌভিক।তবে পরিবারের অর্থনৈতিক অবস্থা বাধা হতে পারে। চন্দননগর পুর নিগমের কাউন্সিলর শুভেন্দু মুখোপাধ্যায় বলেন,চন্দননগর ব্যানার্জি পারায় আমার প্রতিবেশি সৌভিক।ছোটো থেকেই দেখেছি বিজ্ঞান বিষয়ক নানা আবিষ্কার করতে চেষ্টা করে।স্কুলের সায়েন্স এক্সিবিশনে নানা বিষয়ে কাজ করে পুরষ্কৃত হয়েছে।এবার নতুন আবিষ্কার আমাদের তাক লাগিয়ে দিয়েছে।আমরা চাই ওর সাফল্য।চন্দননগর পুর নিগম ওর পাশে থাকবে।

Published on: May 24, 2023 03:48 PM