AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

China Cyberspace: চিনে দিনে ২ ঘণ্টা

China Cyberspace: চিনে দিনে ২ ঘণ্টা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 20, 2023 | 12:22 PM

Share

মোবাইল বা ল্যাপটপে কতক্ষণ কাটান? বিশ্বে ইন্টারনেটে সময় কাটানোর নিরিখে ৩য় স্থানে চিন। প্রথম দেশ রাশিয়া দ্বিতীয় জাপান। চিনে অপ্রাপ্তবয়স্কদের মোবাইলে বুঁদ হয়ে থাকা নিয়ে নড়েচড়ে বসেছে সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন।

মোবাইল বা ল্যাপটপে কতক্ষণ কাটান? বিশ্বে ইন্টারনেটে সময় কাটানোর নিরিখে ৩য় স্থানে চিন। প্রথম দেশ রাশিয়া দ্বিতীয় জাপান। চিনে অপ্রাপ্তবয়স্কদের মোবাইলে বুঁদ হয়ে থাকা নিয়ে নড়েচড়ে বসেছে সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন। মোবাইলে ‘মাইনর মোড’ অ্যাপ চালুর প্রস্তাব দিয়েছে সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন। দিনে সর্বোচ্চ ২ ঘণ্টা মোবাইল ব্যবহার করতে পারবে অপ্রাপ্তবয়স্করা। ছোটরা রাত ১০ টা থেকে ৬টা অবধি মোবাইল ব্যবহার করতে পারবে না। শিশুদের মূল্যবোধ, সুস্থতা ও নীতিবোধ বজায় রাখতে এই উদ্যোগ। মাইনর মোড কীভাবে কাজ করবে? ৮ বছর পর্যন্ত স্ক্রিন টাইম ৪০ মিনিট। ৮ থেকে ১৬ বছর – স্ক্রিন টাইম ৬০ মিনিট। ১৬ থেকে ১৮ বছর – স্ক্রিন টাইম ১২০ মিনিট। ৩০ মিনিট পর প্রতি ক্ষেত্রেই ‘বিশ্রামের সতর্কতা’ আসবে মাইনর মোডে। প্রতি ক্ষেত্রেই নির্দিষ্ট সময় পর বন্ধ হয়ে যাবে ফোন। চিনা সরকার মোবাইল ইন্টারনেট সংস্থাদের ‘মূল্যবোধ অনুকূল’ কনটেন্ট তৈরির কথা বলেছে। বহু চিনা অভিভাবক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অতিমারি ও তার পরবর্তী সময়ে ছোটদের মোবাইল ব্যবহার বেড়েছে সর্বত্র। দৃষ্টিশক্তির ক্ষতি ছাড়াও দীর্ঘক্ষণ ফোনে থাকায় অন্যান্য শারীরিক সমস্যা হচ্ছে ছোটদের। ছোটদের অনুপযুক্ত কনটেন্ট ডেকে আনছে জটিল মনোরোগ। চিনের এই প্রস্তাব আইন হলে মোবাইলের ব্যবহার দারুণভাবে বদলানোর সম্ভাবনা।

Published on: Aug 20, 2023 12:21 PM