Durgapur News: কালীপুজোর রাতে ব্যাপক সংঘর্ষ!

Durgapur News: কালীপুজোর রাতে ব্যাপক সংঘর্ষ!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Nov 13, 2023 | 7:37 PM

কালীপুজোর রাতে ব্যাপক সংঘর্ষ বাঁধে বেনাচিতির অগ্রনী সাংষ্কৃতিক পরিষদ ও প্রভাত সংঘের সদস্যদের মধ্যে। লাঠি, বাঁশ, তরোয়াল, ভোজালি নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে দুপক্ষের, যার মধ্যে ৭ জন ভর্তি রয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।

দীর্ঘদিনের রেষারেষি দুই ক্লাবের, আর তার জেরেই রক্তাক্ত হল দুই ক্লাবের সদস্যরা। কালীপুজোর রাতে ব্যাপক সংঘর্ষ বাঁধে বেনাচিতির অগ্রনী সাংষ্কৃতিক পরিষদ ও প্রভাত সংঘের সদস্যদের মধ্যে। লাঠি, বাঁশ, তরোয়াল, ভোজালি নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে দুপক্ষের, যার মধ্যে ৭ জন ভর্তি রয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে।
আহতদের মধ্যে ৩ জনের আঘাত গুরুতর, মাথায় ও হাতে ভোজালির কোপ রয়েছে, লাঠির আঘাতে মাথা ফেটেছে একজনের। এই ঘটনায় আহত হয়েছে এক পুলিশকর্মীও। একটি শ্মশানকালী মন্দির ও পুকুরের দখলদারি নিয়ে দীর্ঘদিন ধরেই এই দুই ক্লাবের মধ্যে দ্বন্দ চলছে, তারই জেরে কালীপুজোর রাতে রক্তাক্ত হল শিল্প শহর। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। দুই পক্ষের মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।