CV Ananda Bose At Chandannagar: ফোর্ট উইলিয়ামের নাম হোক রাসবিহারী বসুর নামে: রাজ্যপাল

CV Ananda Bose At Chandannagar: ফোর্ট উইলিয়ামের নাম হোক রাসবিহারী বসুর নামে: রাজ্যপাল

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 26, 2023 | 6:06 PM

ফোর্ট উইলিয়ামের নাম রাসবিহারী বসুর নামে করার দাবী রাজ্যপালের কাছে। আজ স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর ১৩৮তম জন্মদিবস।চন্দননগর বাগবাজারে রাসবিহারী ইনস্টিটিউট ও মিউজিয়াম পরিদর্শনে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যপাল।

ফোর্ট উইলিয়ামের নাম রাসবিহারী বসুর নামে করার দাবী রাজ্যপালের কাছে। আজ স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর ১৩৮তম জন্মদিবস।চন্দননগর বাগবাজারে রাসবিহারী ইনস্টিটিউট ও মিউজিয়াম পরিদর্শনে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যপাল। রাসবিহারী ইনস্টিটিউট এর পক্ষ থেকে রাজ্যপালের কাছ আবেদন করা হয়, রাসবিহারী এক সময় ফোর্ট উইলিয়ামে চাকরি করতেন।তিনি আর বাঘাযতীন দুজনে মিলে ফোর্ট উইলিয়ামে ভারতের পতাকা ওড়ানোর স্বপ্ন দেখেছিলেন।তাই ফোর্ট উইলিয়াম রাসবিহারী ফোর্ট হলে রাসবিহারী বোসুর নামে হলে শ্রদ্ধা জানানো হবে।

রাজ্যপাল তার ভাষনে বলেন,বর্তমান প্রজন্মের কাছে রাসবিহারীর চিন্তা ধারা,ভাবনা যদি পৌঁছে দেওয়া যায় তাহলে আরো একটা শক্ত বুনিয়াদের ভারতবর্ষ গড়ে তোলা যাবে এবং সেই বুনিয়াদ গড়ে তুলতে রাসবিহারী চর্চা জরুরি।যা রাসবিহারী ইনস্টিটিউট করে যাচ্ছে। চন্দননগর রাসবিহারী ইন্সটিটিউট এর কর্নধার কল্যাণ চক্রবর্তী বলেন,রাজ্যপাল তাদের কাজ দেখে এক লক্ষ টাকা দান করেন।রাসবিহারী চর্চার জন্য কোনো সরকার বা কর্পোরেট সংস্থার কাছ থেকে অর্থ সাহায্য নেওয়া হয়না।বরং রাজভবন থেকে যদি রাসবিহারী বসুর উপর কোনো বই লেখা হয় সেই বই এর পৃষ্ঠপোষকতা করতে পারে চন্দননগরের ইন্সটিটিউট বিষয়টি জানানো হয় রাজ্যপালকে।রাজ্যপাল তাদের জানিয়েছেন বিষয়টি তার জানা ছিল না। তবে বই এর ব্যাপারটা তিনি চেষ্টা করবেন বলেছেন।