Basirhat Dengue News: সুন্দরবনে এখন ডেঙ্গির ভয়!
বসিরহাটে বর্ষা পড়তেই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। একদিকে যেমন বাড়ছে জ্বরের সংখ্যা পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও। বসিরহাট স্বাস্থ্য জেলা জুড়ে জ্বরে আক্রান্তের সংখ্যা মোট ২১।
বসিরহাটে বর্ষা পড়তেই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েই চলেছে। একদিকে যেমন বাড়ছে জ্বরের সংখ্যা পাশাপাশি লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও। বসিরহাট স্বাস্থ্য জেলা জুড়ে জ্বরে আক্রান্তের সংখ্যা মোট ২১। তার মধ্যে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে ৭ জন ডেঙ্গুর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। অন্যদিকে বসিরহাট জেলা হাসপাতালে ১ জন ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। বাকি ১৩ জন জ্বরে আক্রান্ত হয়ে বসিরহাটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে তাদের রক্তের নমুনা ও লালা সংগ্রহ করে কলকাতা ট্রপিক্যালে পাঠানো হয়েছে। হাড়োয়া, মিনাখাঁ, টাকি, সন্দেশখালি ও ধান্যকুড়িয়া সহ একাধিক গ্রামীণ হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্রের বহির্বিভাগে জ্বরের উপসর্গ নিয়ে লম্বা লাইন। মূলত শিশুরাই এই জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতাল গুলিতে বেশি আসছেন। যার জেরে চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য আধিকারিকদের কপালে। বর্ষার জল জমে নোংরা ও আবর্জনার স্তূপে মশার লার্ভা তৈরি হচ্ছে। যার ফলে মশার এই বাড় বাড়ন্ত বলে মনে করা হচ্ছে। বসিরহাট জেলা হাসপাতালের সুপার রঞ্জন রায় বলেন, “জ্বর সহ ডেঙ্গু সংক্রমণকে প্রতিহত করতে ইতিমধ্যে দেড় মাস আগে ডাক্তার ও নার্সদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বসিরহাট জেলা হাসপাতালে একটি ফিভার ক্লিনিক খোলা হয়েছে। পাশাপাশি ওষুধ ও টেস্টিং কিটেরও ব্যবস্থা করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে।”