Jhargram Elephant Attack: হাতির জ্বালায় অবরোধ!
গতকাল রাত্রে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের টিয়াকাটি ও শুকনা খালি এলাকায় রাত্রে এক দল দাঁতাল তাণ্ডব চালায়। হাতির দল এলাকায় ভেঙে দেয় ১০-১৫ টি বাড়ি। এলাকাবাসীর দাবি বারংবার হাতি এলাকায় ঢুকে তাণ্ডব চালালেও বনদপ্তর কিছু ব্যবস্থা গ্রহণ করছে না।
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের এর জুগিশোল এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।সারা বছরই হাতির তাণ্ডবে নাজেহাল ঝাড়গ্রামবাসী। গতকাল রাত্রে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের টিয়াকাটি ও শুকনা খালি এলাকায় রাত্রে এক দল দাঁতাল তাণ্ডব চালায়। হাতির দল এলাকায় ভেঙে দেয় ১০-১৫ টি বাড়ি। এলাকাবাসীর দাবি বারংবার হাতি এলাকায় ঢুকে তাণ্ডব চালালেও বনদপ্তর কিছু ব্যবস্থা গ্রহণ করছে না। গতকাল রাত্রে তাণ্ডব চালায় হাতির দল ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রতিবাদে আজ সকাল থেকে রাস্তায় নেমে বিক্ষোভ করেন এলাকার বাসিন্দারা! তাদের বক্তব্য যতক্ষণ না বনদপ্তর এই হাতি হামলার সমস্যা সমাধান করছে বা ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ না দিচ্ছে ততক্ষণ তারা এই অবরোধ চালিয়ে যাবেন।
Latest Videos