Hariharpara News: এবার উদ্ধার সকেট বোমা
এবার হরিহরপাড়ার সদানন্দপুর এলাকায় দুটি জায়গা থেকে মোট ন'টি তাজা সকেট বোমা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে হরিহরপাড়ার সদানন্দপুর এলাকায় দুটি জায়গা থেকে উদ্ধার হয় ওই বোমা।
গত কালকের পর আজ আবারো হরিহরপাড়ায় তাজা সকেট বোমা উদ্ধার। এবার হরিহরপাড়ার সদানন্দপুর এলাকায় দুটি জায়গা থেকে মোট ন’টি তাজা সকেট বোমা উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে হরিহরপাড়ার সদানন্দপুর এলাকায় দুটি জায়গা থেকে উদ্ধার হয় ওই বোমা। খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য গোটা এলাকায়। উল্লেখ্য ভোটের দিন এই সদানন্দপুর গ্রামে বিধায়কের কনভয়ে হামলার অভিযোগ উঠেছিল, ভাঙচুর হয়েছিল বিধায়কের সঙ্গে থাকা গাড়ি, আজ সেই জায়গার পাশের ঝোপ থেকে উদ্ধার হল তাজা সকেট বোমা। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম ডিসপোজাল টিমকে তারা এসেই বোম নিষ্ক্রিয় করনের প্রক্রিয়া শুরু করবে। আতঙ্কে এলাকার মানুষজন।
Latest Videos