Ditipriya Roy News Update: হঠাৎ কী হল? উদ্বেগ ভক্তদের

Ditipriya Roy News Update: হঠাৎ কী হল? উদ্বেগ ভক্তদের

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jul 06, 2023 | 8:30 PM

Ditipriya Roy: মাকে নিয়ে রায়চকে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। শেয়ার করলেন একগুচ্ছ ছবি। তবে ক্যাপশনে লিখলেন, 'সামার, স্যাডনেস'। যা দেখে উদ্বেগ ভক্তমনে। কমেন্টবক্সে প্রশ্ন, তবে কি মন খারাপ অভিনেত্রী?

এ কী বললেন রণবীর?
নগ্ন ফটোশুট বিতর্কে এবার নতুন সংযোজন রণবীর সিং-এর। এক বছর আগের হওয়া মামলায় এবার নয়া মোড়। এবার রণবীর প্রশ্ন তুললেন ছবির সত্যতা নিয়ে। যা এই মামলাকে আরও জটিল করে তুলল বলেই খবর পুলিশ সূত্রে।

কিয়ারার সিক্রেট
ফুচকা প্রিয় খাবার কিয়ারা আডবাণীর। আর এই ফুচকা দিয়েই তিনি মন জয় করেন সিদ্ধার্থ মালহোত্রার মায়ের, অর্থাৎ তাঁর শাশুড়ির। সম্প্রতিতে সিদ্ধার্থ ও কিয়ারার কাছে এসেছিলেন রিমা মালহোত্রা। তাঁকে নিজে হাতেই ফুচকা বানিয়ে খাইয়েছিলেন কিয়ারা। শাশুড়ির মন জয় করার এটাই টিপস কিয়ারার।

টাকা দিয়ে ভক্ত কেনেন কার্তিক?
সদ্য কার্তিক আরিয়ানকে দেখা গেল এক শপিং মলে ছবির প্রমোশনে। সেখানেই তাঁকে দেখে ছবি তুলতে ছুটে গেলেন বেশ কিছু তরুণ-তরুণী। তবে তাঁদের মঞ্চে ওঠার সময় পিছন থেকে একজন বলে ওঠেন, যাঁদের টাকা দেওয়া হয়েছে, তাঁরা উঠে যাও। এই ভিডিয়ো সামনে আসতেই বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিলেন কার্তিক।

করণের শুভেচ্ছা
রণবীর সিং-এর জন্মদিন বলে কথা। আর শুভেচ্ছা জানাবেন না করণ জোহর তা কি হয়? এবার একগুচ্ছ ছবি শেয়ার করে তাঁর আগামী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র নায়ককে শুভেচ্ছা জানালেন তিনি।

অপরাজিতার উপদেশ
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অপরাজিতা আঢ্য। এবার ভক্তদের উদ্দেশে দিলেন এক উপদেশ। শেয়ার করলেন এক নাচের ভিডিয়ো। সঙ্গে ক্যাপশনে লিখলেন, চোখের জল ফেলে দুঃখিত বলবেন না। এই অনুভূতি যদি না থাকে, তবে আমরা রোবট বহ যাব।

মন খারাপ দিতিপ্রিয়ার?
মাকে নিয়ে রায়চকে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। শেয়ার করলেন একগুচ্ছ ছবি। তবে ক্যাপশনে লিখলেন, ‘সামার, স্যাডনেস’। যা দেখে উদ্বেগ ভক্তমনে। কমেন্টবক্সে প্রশ্ন, তবে কি মন খারাপ অভিনেত্রী?

ফিরছে ঋতুপর্ণা-চিরঞ্জিৎ জুটি
আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও চিরঞ্জিৎকে। প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ফ্রেমে ধরা দেবেন তাঁরা। ২০ জুলাই থেকে শুরু ছবির শুটিং। ছবির পরিচালক পথিকৃছ বসু।

সাপ্তাহিক TRP
‘জগদ্ধাত্রী’কে টপকে এবার এগিয়ে গেল ধারাবাহিক ‘ফুলকি’। আর প্রথম স্থান নিজের দখল করে রাখল ‘অনুরাগের ছোঁয়া’। চলতি সপ্তাহে তৃতীয় স্থানে জায়গা পেল ‘জগদ্ধাত্রী’। তবে সেরা দশে নেই নতুন ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’।

নতুন সম্পর্কে নবনীতা?
নতুন সম্পর্কে পা বাড়ালেন জিতু কামালের স্ত্রী নবনীতা দাস? অভিনেত্রীর কথায়, “এখনই এসব নিয়ে ভাবছি না। আগে একটু নিজেকে গোছাই। তবে এই বিষয়টা থেকে বেরতে পারলে তো সম্পর্ক, সব সময় তো একই বিষয় কথা বলে চলেছি।”