Tollywood News: জীবনের রাজনীতি থেকে পর্দার রাজনীতির কথা জানালেন পরিচালক সৌরভ ও অভিনেত্রী দিতিপ্রীয়া
Tollywood: পরিচালক সৌরভ চক্রবর্তীর চোখে দিতিপ্রীয়া এক অসামান্য অভিনেত্রী। দিতিপ্রিয়ার কথায় রাজনীতির এই চরিত্র তাঁকে অনেক পরিনত করেছে। দর্শক এক নতুন দিতিপ্রিয়াকে আবিষ্কার করবে।
পরিচালক সৌরভ চক্রবর্তীর চোখে দিতিপ্রীয়া এক অসামান্য অভিনেত্রী। দিতিপ্রিয়ার কথায় রাজনীতির এই চরিত্র তাঁকে অনেক পরিনত করেছে। দর্শক এক নতুন দিতিপ্রিয়াকে আবিষ্কার করবে। পরিচালক সৌরভের কথায়, পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিক সচেতন। ছোটবেলা থেকে খেলাধুলা করেই বড় হয়েছে। তবে এই সিরিজে রাজনীতির বাইরেও এক পরিবারের পিতা ও কন্যার সম্পর্ক উঠে এসেছে। সব মিলিয়ে এই সিরিজ রাজনৈতিক ক্রাইম থ্রিলার।
Latest Videos