মাওবাদীরা যদি ধর্ষণ-বিরোধী মিছিলে হাঁটে সমস্যা কোথায়? সমাজের ‘আত্মপরিচয়’ লিখে গেলেন সৌমিত্র
‘অপুর সংসারের’ সেই চিরন্তন দৃশ্য, যার বর্ণনা দিচ্ছে স্বয়ং ‘অপু’র কলম। ‘দাদু’ খেলনা ট্রেন হাতে দাঁড়িয়ে দেখছে, আর ‘কাজল’ চলেছে ‘অপু’র কাঁধে চড়ে। বাউলপনা ‘অপু’র মুখে যেন সব প্রাপ্তির হাসি। এই ফ্রেম আজও আবেগে মোড়া রয়েছে যে কোনও বাঙালির মনে। কিন্তু আজ ‘অপু’ থাকলেও নেই তাঁর ছায়া। নেই সৌমিত্র (Soumitra Chatterjee)! এই মুহূর্ত তিনি বিলক্ষণ […]
‘অপুর সংসারের’ সেই চিরন্তন দৃশ্য, যার বর্ণনা দিচ্ছে স্বয়ং ‘অপু’র কলম। ‘দাদু’ খেলনা ট্রেন হাতে দাঁড়িয়ে দেখছে, আর ‘কাজল’ চলেছে ‘অপু’র কাঁধে চড়ে। বাউলপনা ‘অপু’র মুখে যেন সব প্রাপ্তির হাসি। এই ফ্রেম আজও আবেগে মোড়া রয়েছে যে কোনও বাঙালির মনে। কিন্তু আজ ‘অপু’ থাকলেও নেই তাঁর ছায়া। নেই সৌমিত্র (Soumitra Chatterjee)! এই মুহূর্ত তিনি বিলক্ষণ জানতেন। আর জানতেন বলেই তিনি আপামর পাঠকের কাছে রেখে গেলেন তাঁর ‘আত্মপরিচয়’।
আরও পড়ুন: মাওবাদীরা যদি ধর্ষণ-বিরোধী মিছিলে হাঁটে সমস্যা কোথায়? সমাজের ‘আত্মপরিচয়’ লিখে গেলেন সৌমিত্র
Latest Videos